Birbhum News: স্কুলের টানেই ছুটে আসি', অবসরের পরেও বিনা পারিশ্রমিকে পড়াচ্ছেন 'এই' শিক্ষক
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:SOUVIK ROY
Last Updated:
Birbhum News: ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বও সামলেছেন নলিনীমোহন। জীবন বিজ্ঞানের পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞানও পড়াতেন।
বীরভূম: অবসরের পরে পেরিয়ে গিয়েছে চারটি বছর। কিন্তু শিক্ষকতা থেকে ছুটি নেননি নলিনীমোহন মণ্ডল। চার বছর ধরে বিনা বেতনে মহম্মদবাজার ব্লকের গণপুর পঞ্চায়েতের ডামরা উচ্চ বিদ্যালয়েই শিক্ষকতা করছেন তিনি।স্কুল কর্তৃপক্ষ জানান, স্কুলে সাত জন শিক্ষকের ঘাটতি রয়েছে। শিক্ষক কম থাকায় যাতে স্কুল চালাতে কোনও সমস্যা না হয়, তাই নলিনীমোহন এখনও প্রতি দিন স্কুলে এসে রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস নেন। এতে একজন শিক্ষকের অভাব মিটছে অন্ততপক্ষে।
নলিনীমোহন বলেন, ‘ডামরা গ্রামেই আমার বাড়ি। ছোট থেকে এই স্কুলে পড়াশোনা করেছি। আমাদের সময় জুনিয়র হাই স্কুল ছিল। তাই অষ্টম শ্রেণী পাস করার পর সিউড়ি থেকে পড়াশোনা করি। আমার বিষয় ছিল জীবন বিজ্ঞান। পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞান পড়াতেও আমার ভাল লাগত। এই বিদ্যালয় উচ্চ মাধ্যমিক স্তরে উত্তীর্ণ হওয়ার পর থেকেই আমি রাষ্ট্রবিজ্ঞানও পড়াতাম। বাড়িতে বসে থাকতে ভাল লাগে না। ছাত্র-ছাত্রী ও স্কুলের টানে ছুটে আসি। এরাও আমাকে খুব ভালবাসেন।’
advertisement
advertisement
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমন মণ্ডল বলেন, ‘নলিনীমোহন বাবু ছোট থেকেই এই বিদ্যালয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি ছাত্র-ছাত্রীদের পাশাপাশি বিদ্যালয়কেও খুব ভালবাসেন। সরকারি ভাবে তিনি বিদ্যালয় থেকে বিদায় নিয়েছেন। কিন্তু মন থেকে তিনি বিদ্যালয়কে এখনও ছাড়তে পারেননি। আমাদের বিদ্যালয়েও শিক্ষকের ঘাটতি রয়েছে। তিনি সেই কষ্টটা অনুভব করেছেন। তাই আমাদের পাশে দাঁড়াতে এবং ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা করে প্রতিদিন বিদ্যালয়ে এসে ক্লাস করাচ্ছেন। আমাদেরও খুব ভাল লাগে ওঁকে কাছে পেয়ে। আমরা চাই উনি সব সময়ে এভাবেই আমাদের পাশে থাকুন।’
advertisement
স্কুলে এক ছাত্রের অভিভাবক জানান, ‘মাস্টারমশাই বাবু খুবই ভাল মনের একজন মানুষ। অনেকদিন থেকেই তিনি এই শিক্ষককে দেখছেন। তাদের পরিবারের ছেলে মেয়ের কথা চিন্তা করে অবসর নেওয়ার পরেও শিক্ষক বাবু এখনও ছাত্র-ছাত্রী এবং স্কুলের পাশে রয়েছে এটা সত্যিই প্রশংসনীয়।’
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 07, 2024 7:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: স্কুলের টানেই ছুটে আসি', অবসরের পরেও বিনা পারিশ্রমিকে পড়াচ্ছেন 'এই' শিক্ষক