Purba Bardhaman News: লাদাখে স্কুটি চালিয়ে সন্ত্রাসবাদ বিরোধী বার্তা! পূর্ব বর্ধমানের শিক্ষিকার প্রচেষ্টা অবাক করবে

Last Updated:

Purba Bardhaman News: গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন দেশের বিভিন্ন প্রান্তে ঘোরার জন্য। তবে এই ঘোরা শুধু আনন্দের জন্য নয় প্রতিটি সফরের সঙ্গেই থাকে একটি সামাজিক বার্তা।

+
শিক্ষিকা

শিক্ষিকা

পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের এই সাহসী শিক্ষিকার গল্প জানলে গর্বে ভরে উঠবে প্রত্যেকটা বাঙালির হৃদয়। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের রাজাপুর গ্রামের বাসিন্দা সুতপা দাস পেশায় একজন শারীরশিক্ষার শিক্ষিকা। কর্মস্থল কালনা ১ নম্বর ব্লকের বাঘনাপাড়ার একটি বালিকা বিদ্যালয়। তবে শুধুমাত্র শিক্ষকতা নয়, তিনি পরিবেশ এবং সমাজ সচেতনতাকে জীবনের অন্যতম লক্ষ্য করে তুলেছেন। ছুটি পেলেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন দেশের বিভিন্ন প্রান্তে ঘোরার জন্য। তবে এই ঘোরা শুধু আনন্দের জন্য নয় প্রতিটি সফরের সঙ্গেই থাকে একটি সামাজিক বার্তা।
কখনও ‘সেভ ওয়াটার, সেভ লাইফ’, কখনও বা কন্যা সন্তান রক্ষার বার্তা নিয়ে ছুটেছেন তিনি হাজার হাজার কিলোমিটার। কখনও নিজেই গাড়ি চালিয়ে পাড়ি দিয়েছেন ১৪ হাজার কিলোমিটার পথ। পথ চলার ফাঁকে থেমে বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে কথা বলে তুলে ধরেছেন তাঁর বার্তা। সেরকমই এবার তিনি বিশেষ বার্তা নিয়ে রওনা দিয়েছেন লাদাখের উদ্যেশ্যে। শিক্ষিকা সুতপা দাস জানিয়েছেন, “পহেলগাঁওয়ের ঘটনা খুবই ভয়ানক এবং বেদনাদায়ক। এই ধরনের ঘটনা যেন সারা পৃথিবীতে কোথাও না হয়, সেই বার্তা নিয়ে আমার এবারের মিশন লাদাখ।”
advertisement
সোমবার পূর্বস্থলীর হেমায়েতপুর মোড় থেকে স্কুটি নিয়ে একাই রওনা দিয়েছেন সুতপা দাস, গন্তব্য লাদাখ। এবার তাঁর বার্তা সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। সম্প্রতি কাশ্মীরে ঘটে যাওয়া জঙ্গি হানায় নিরীহ মানুষের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ সুতপা। তাই এবার তাঁর স্কুটির সামনেই ঝোলানো ‘সন্ত্রাসবাদ বন্ধ হোক’ বার্তাসংবলিত প্ল্যাকার্ড। তাঁর সঙ্গী হিসাবে সঙ্গে রয়েছে শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধ এবং পোশাক। পরিকল্পনা অনুযায়ী, প্রতিদিন প্রায় ৫০০ কিমি স্কুটি চালিয়ে এগিয়ে যাবেন তিনি।
advertisement
advertisement
মহিলা হয়ে একা এই বিপদসঙ্কুল যাত্রা নিঃসন্দেহে অনন্য সাহসিকতার পরিচয় বহন করে। এই ধরনের দৃষ্টান্ত শুধু সমাজকে অনুপ্রাণিত করে না, বরং শিক্ষকের ভূমিকা যে শ্রেণিকক্ষ পেরিয়ে বৃহত্তর সমাজেও প্রভাব ফেলতে পারে তারও এক জীবন্ত উদাহরণ হয়ে উঠেছেন সুতপা দাস। তাঁর এই সাহসিকতা এবং সমাজসচেতনতামূলক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman News: লাদাখে স্কুটি চালিয়ে সন্ত্রাসবাদ বিরোধী বার্তা! পূর্ব বর্ধমানের শিক্ষিকার প্রচেষ্টা অবাক করবে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement