#চাকদহ: আতঙ্ক বেশ ফিকে হয়ে গিয়েছিল! মানুষজন তাকে ভুলতে বসেছিল! ঠিক এরকম একটা সময়ে ফের তার আচমকা হাজিরা! ট্যারান্টুলা! এই বছর মে-জুন-জুলাই মাস নাগাদ গোটা রাজ্য জুড়ে দাপিয়ে বেরিয়েছিল বিষাক্ত ওই মাকড়সা! হানা দিয়েছিল কলকাতাতেও!
কিন্তু তারপর বিগত কয়েক মাস ট্যারান্টুলার দাপট ছিলই না বলা যায় ! হঠাৎ করেই আবার তার আত্মপ্রকাশ! এবার চাকদহের মদনপুরের পশ্চিম কল্যাণনগরে।
বাড়ির পাশেই বিরল প্রজাতির, লোমশ ওই মাকড়সা দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় এক বাসিন্দা। চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। প্রাথমিকভাবে মাকড়সাটি ট্যারান্টুলা বলেই সন্দেহ করা হচ্ছে। কৌটোয় রাখা হয়েছে মাকড়সাটিকে, খবর দেওয়া হয়েছে বনদফতরে।
আরও পড়ুন-#Egiye Bangla: ৫০ কোটি টাকায় সুপার স্পেশ্যালিটি হাসপাতাল আরামবাগে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chakdah, South Bengal, Spider, Tarentula