Latest Bangla News|| লরির মধ্যে থরে থরে সাজানো এ সব কী! তল্লাশি চালাতে গিয়ে চক্ষু ছানাবড়া পুলিশের
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Tamluk Crime News: ফিল্মি কায়দায় ভোজ্য তেল বোঝাই লরি ছিনতাই আর সেই কাণ্ডের পর্দা ফাঁস ঘিরে শোরগোল শুরু। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তৎপরতায় মিলল বড়সড় সাফল্য!
#তমলুক: ফিল্মি কায়দায় ভোজ্য তেল বোঝাই লরি ছিনতাই আর সেই কাণ্ডের পর্দা ফাঁস ঘিরে শোরগোল শুরু। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তৎপরতায় মিলল বড়সড় সাফল্য! পুলিশি অভিযানে পাকড়াও চার কুখ্যাত ছিনতাইবাজ। পুলিশের জালে বমাল-সহ ধরা পড়েছে চার চোরা কারবারি, উদ্ধার হয়েছে চুরি যাওয়া ১৩০০ ভোজ্য তেলের টিনের ৬৪০ টি। গোপনে অভিযান চালিয়ে লরি ছিনতাইকারী চার চোরা কারবারিকে গ্রেফতার করেছে তমলুক থানার পুলিশ। গত ২৮ ফেব্রুয়ারি তমলুক শহর থেকেই সোয়াবিন তেল ভর্তি লরি ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। সেই ঘটনায় মূল অভিযুক্ত সহ মোট চারজনকে গ্রেফতার করেছে তমলুক থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজনের বাড়ি তমলুক শহরের পদুমবসান এলাকায়।
রাজেশ ঘোষ ওরফে লাল্টু ওই লরির খালাসি। এ ছাড়া অন্য তিনজন বাঁকুড়া জেলার শুশুনিয়া গ্রামের সন্তু মুখার্জি, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর লোকাল থানার গোপালপুর গ্রামের শেখ রাজেশ এবং কাঁথি থানার দারুয়া সংলগ্ন শেখ কামু। লরির মধ্যে ১৩০০-টি টিন ভর্তি ভোজ্য তেল ছিল। তারমধ্যে তমলুক থানার পুলিশ বিভিন্ন জায়গা থেকে এখনও পর্যন্ত ৬৪০-টি টিন ভোজ্যতেল উদ্ধার করতে পেরেছে। বাকি তেলের সন্ধানে তমলুক থানার পুলিশ ধড়-পাকড় জারি রেখেছে।
advertisement
আরও পড়ুন: ওজন ১১১৬ কেজি! এত বড় ঘণ্টা দেখেছেন কখনও? ভক্তরা দেখতে আসছেন দূর থেকে...
তমলুক থানা সূত্রে জানা গিয়েছে, তমলুক থেকে ধূলাগড় পর্যন্ত গাড়িটি চালিয়ে নিয়ে যায় রাজেশ ঘোষ। তারপর সেখান থেকে শেখ রাজেশ লরি নিয়ে কলকাতা হয়ে বাঁকুড়া নিয়ে চলে যায়। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত বাঁকদহ গ্রামে কয়েকটি ভোজ্য তেল নামানো হয়। সেখান থেকে সড়কপথে অন্ডাল থানার অধীনে উখরায় একটি দোকানে ১৫১ টিন তেল বিক্রি করা হয়। তমলুক থানার পুলিশ বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে এবং অন্যান্য জায়গা থেকে ৬৪০-টি টিন ভোজ্যতেল উদ্ধার করেছে। তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ নেতৃত্বে তমলুক থানার পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে। আরও যারা এই ঘটনায় যুক্ত আছে, তাদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ।
advertisement
advertisement
সুজিত ভৌমিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 15, 2022 4:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Latest Bangla News|| লরির মধ্যে থরে থরে সাজানো এ সব কী! তল্লাশি চালাতে গিয়ে চক্ষু ছানাবড়া পুলিশের