Crime News: রাত হলেই দলে দলে মেয়েরা আসত হোটেল... তালসারিতে চলছিল সাংঘাতিক 'কুকর্ম'! পুলিশ ঢুকতেই তোলপাড়
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
সেই মতো তালাসারি পুলিশ বুধবার রাত ২টোয় হোটেলে অভিযান চালিয়ে দেহ ব্যবসায়ীদের গ্রেফতার করে।
পঙ্কজ দাশরথী, দিঘা: তালাসারি সমুদ্র সৈকতে মহিষাদল থানার হোটেল ব্যবসায়ী-সহ ৯জন গ্রেফতার। রাতের অন্ধকারেই চলছিল অবৈধ ব্যবসা।
দিঘা সৈকতের শেষ সীমানা ওড়িশা তালাসারিতে অবস্থিত মিনতি হোটেল। তালাসারি মেরিন পুলিশ বুধবার রাতে আকস্মিক অভিযান চালিয়ে অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের গ্রেফতার করে, উদ্ধার করে যুবতীদের। জানা যায়, দিঘা থানার অধীনে বাসুদেব পাল ও সন্দীপ মণ্ডল তালাসারী সৈকতে একটি হোটেল এবং রেস্তোরাঁ চালাতেন। ওই হোটেলে অবৈধ দেহ ব্যবসার অভিযোগ ওঠেছিল। সেই মতো তালাসারি পুলিশ বুধবার রাত ২টোয় হোটেলে অভিযান চালিয়ে দেহ ব্যবসায়ীদের গ্রেফতার করে।
advertisement
advertisement
দেহ ব্যবসায়ীরা কেউ ২৪ পরগনা, কেউ বারাসত, কেউ পূর্ব মেদিনীপুর, দিঘা এলাকার। হোটেল ম্যানেজার সন্দীপ মণ্ডল মহিষাদল থানার বাসিন্দা, পিন্টু মণ্ডল এগরার বাসিন্দা, উত্তর প্রদেশের দালাল কোমল কিশোর, ওড়িশার দালাল গণেশ পাল-সহ গ্রাহক মলয় কুমার মানিক, মানস মানিক, গৌরহরি সাউকে গ্রেফতার করা হয়েছে। আজ ধৃতদের আদালতে তোলা হলো।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jun 05, 2025 9:37 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: রাত হলেই দলে দলে মেয়েরা আসত হোটেল... তালসারিতে চলছিল সাংঘাতিক 'কুকর্ম'! পুলিশ ঢুকতেই তোলপাড়







