North 24 Parganas News: টাকি-বসিরহাট জুড়ে জোরদার নাকা চেকিং! পিকনিক-পার্টি করতে গিয়ে মদ্যপান? নিয়ম ভাঙলেই ব্যবস্থা
- Reported by:JULFIKAR MOLLA
- local18
- Published by:Satabdi Adhikary
Last Updated:
সন্দেহজনক বাইক ও গাড়ি থামিয়ে চালকদের ব্রেথ অ্যানালাইজার পরীক্ষার মাধ্যমে অ্যালকোহলের মাত্রা যাচাই করা হচ্ছে। কারও মুখ থেকে অ্যালকোহলের উপস্থিতি ধরা পড়লেই সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: মত্ত অবস্থায় গাড়ি চালালে রেহাই নেই, বর্ষবরণের রাতে টাকি-বসিরহাট জুড়ে চলল নাকা চেকিং। বর্ষবরণের রাতে রোমিও বাইকারদের দৌরাত্ম্য রুখতে কড়া ভূমিকায় দেখা গেল প্রশাসনকে। এদিন অনেক ক্ষেত্রেই দেখা যায়, কিছু বাইকার মত্ত অবস্থায় অত্যধিক গতিতে গাড়ি চালিয়ে নিজের পাশাপাশি অন্যদের জীবনকেও ঝুঁকির মুখে ফেলছেন।
advertisement
সেই কারণেই নাকা চেকিং চলাকালীন প্রতিটি সন্দেহজনক বাইক ও গাড়ি থামিয়ে চালকদের ব্রেথ অ্যানালাইজার পরীক্ষার মাধ্যমে অ্যালকোহলের মাত্রা যাচাই করা হল। কারও মুখে অ্যালকোহলের উপস্থিতি ধরা পড়লেই সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিল প্রশাসন—জরিমানা, গাড়ি আটক এমনকি ড্রাইভিং লাইসেন্স বাতিলের মতো কঠোর পদক্ষেপও করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
advertisement
advertisement
এই কড়া নজরদারির মধ্যেই বর্ষবরণের রাতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে টাকি পর্যটনকেন্দ্র। নতুন বছরকে স্বাগত জানাতে ইছামতি নদীর তীরবর্তী সীমান্ত শহরে ভিড় জমান অসংখ্য মানুষ। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বসিরহাট ট্রাফিক ওসি সুশান্ত দাসের উদ্যোগে বসিরহাটের আমতলা, দন্ডিরহাট সহ বিস্তীর্ণ এলাকায় একাধিক স্থানে নাকা চেকিং বসানো হয়েছে।
advertisement
প্রতিটি গাড়ি ও বাইক থামিয়ে শুধু মদ্যপান পরীক্ষাই নয়, পাশাপাশি সীমান্তবর্তী টাকি, বসিরহাট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কপথে কোনও নাশকতার ছক রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি গাড়িতে তল্লাশি চালিয়ে সার্বিকভাবে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। প্রশাসনের এই কড়া তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। তাদের মতে, এমন নজরদারির ফলে বর্ষবরণের আনন্দ যেমন নির্বিঘ্ন থাকছে, তেমনই নিরাপদ থাকছে সাধারণ মানুষের যাতায়াত।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Jan 01, 2026 12:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: টাকি-বসিরহাট জুড়ে জোরদার নাকা চেকিং! পিকনিক-পার্টি করতে গিয়ে মদ্যপান? নিয়ম ভাঙলেই ব্যবস্থা









