ইয়াস বিধ্বস্ত মানুষের পাশে স্বপ্নসাথী ! হিঙ্গলগঞ্জ থেকে মৌসুনি, পাশে আছে তরুণরা

Last Updated:

এখানে সৌরভ এর মতো শিক্ষক যেমন আছেন তেমনি রয়েছেন প্রশাসনিক কর্মকর্তা থেকে সাংবাদিক ও এন আর আই পর্যন্ত ।

#কলকাতা: একে করোনা তার ওপরে কয়েকদিন আগেই আছড়ে পড়েছে ইয়াস। এই ঘূর্ণিঝড়ে প্রবল ক্ষতির মুখে পড়েছেন বহু মানুষ। জল নেই খাবার নেই। সুন্দরবন সহ সমুদ্র উপকূলবর্তী মানুষের জীবন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সময় বহু সংস্থাই সাহায্যের হাত বাড়িয়েছেন। মানুষের কঠিন সময়ে পাশে থাকার চেষ্টা করছেন। অনেক এনজিও কাজ করছে। বহু মানুষ নিজের চেষ্টায় টাকা তুলে খাদ্যসামগ্রী কিনে পৌঁছে যাচ্ছেন ইয়াসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে। সরকার নিজের মতো করে যা করার করছেন। তার সঙ্গে কোনও সম্পর্কই নেই এই সব সংস্থাগুলির। ব্যক্তি বিশেষেও অনেকেই এগিয়ে আসছেন, কাজ করছেন। তেমনই ইয়াস আক্রান্ত মানুষের পাশে দাঁড়াল স্বপ্নসাথী ফাউন্ডেশন।
আমফানের সময়েও এই সংস্থা কাজ করেছে। মানুষের পাশে দাঁড়িয়েছে। ইয়াসেও পিঁছিয়ে থাকলেন না তাঁরা। অশোকনগর থেকে শুরু করে হিঙ্গলগঞ্জ, মৌসুনি আইল্যান্ড সব জায়গায় পৌঁছে যাচ্ছে স্বপ্নসাথী সংস্থা। ২৯-মে অশোক নগরের ইয়াসে ক্ষতিগ্রস্ত বহু পরিবারের হাতে নগদ টাকা, পোশাক ও শুকনো খাবার তুলে দেওয়া হয়। হিঙ্গলগঞ্জের ৫০০ পরিবারকে চাল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় সব কিছুই সরবরাহ করা হয়। উপস্থিত থেকে খাদ্য সরবরাহ করেন স্বপ্নসাথী ফাউন্ডেশন এর সৌরভ দাস, বাশারুল মুন্না , অর্নব ,তন্ময়, দেবজ্যোতি সহ ডি এসপি রথিন বিশ্বাস।
advertisement
advertisement
এবার তাঁদের পৌঁছে যাওয়ার পালা মৌসুনি দ্বীপে। ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন স্বাভাবিক করতেই এই প্রচেষ্টা। একদল শিক্ষিত বাঙালি তরুনদের সম্মিলিত চেষ্টায় ২০১৭ সালে স্বপ্নসাথী ফাউন্ডেশন তৈরি হয় । কোনও ধরনের ডোনেশন বা সরকারি সহযোগীতা ছাড়া অসহায় মানুষদের পাশে দাঁড়ানো শুরু করে তারা। কারও খাদ্য, কারও বস্ত্র, কারও বাসস্থান কিংবা কারও চিকিৎসা সব সাহায্যই চলতে থাকে। বিশেষ করে মেধাবী গরীব শিক্ষাত্রীদের সহযোগীতা করার জন্যই শিক্ষক সৌরভদের মতো মানুষরা এই ফাউন্ডেশন এর সঙ্গে কাজ শুরু করেন । স্বপ্নসাথী ফাউন্ডেশন পার্ক স্ট্রিটে অফিস নেয়, সরকারি ভাবে তারা নথিভুক্ত করেন এন জিও হিসেবে । এখানে সৌরভ এর মতো শিক্ষক যেমন আছেন তেমনি রয়েছেন প্রশাসনিক কর্মকর্তা থেকে সাংবাদিক ও এন আর আই পর্যন্ত । শুধু বাংলায় নয় পুরো ভারতবর্ষে গরীব ও অসহায়দের জন্য কাজ করছে স্বপ্ন সাথী ফাউন্ডেশন ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ইয়াস বিধ্বস্ত মানুষের পাশে স্বপ্নসাথী ! হিঙ্গলগঞ্জ থেকে মৌসুনি, পাশে আছে তরুণরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement