Film Festival: আর প্রেক্ষাগৃহ নয়! এবার কলেজে বসেই বন্ধু-বান্ধবদের সঙ্গে চুটিয়ে সিনেমা দেখা, তাও আবার আন্তর্জাতিক মানের, কীভাবে দেখবেন জানুন?

Last Updated:

Film Festival: আয়োজিত হল স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫। ১১ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজের সভাঘরে চলবে এই উৎসব। প্রতিদিন সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেখানো হবে আন্তর্জাতিক মানের চলচ্চিত্র।

+
ঠাকুরপুকুরের

ঠাকুরপুকুরের বিবেকানন্দ কলেজে আয়োজিত হল স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫

ঠাকুরপুকুর, দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহা: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্র পরিচালক ও অভিনেতা গৌতম ঘোষের প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হল স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫-এর। বৃহস্পতিবার থেকে রবিবার (১১ থেকে ১৪ সেপ্টেম্বর) পর্যন্ত ঠাকুরপুকুরের বিবেকানন্দ কলেজের সভাঘরে চলবে এই উৎসব। প্রতিদিন সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা।
উৎসবের আয়োজক বিবেকানন্দ ব্রাদারহুড এবং ইউথ ফাউন্ডেশন। সহযোগিতায় রয়েছে বিবেকানন্দ কলেজের ফিল্ম স্টাডিজ বিভাগ ও সিনে ক্লাব। এই উদ্যোগের লক্ষ্য, নবীন প্রজন্মের মধ্যে চলচ্চিত্র চর্চা ছড়িয়ে দেওয়া এবং সমাজে স্বামী বিবেকানন্দের আদর্শকে আরও বেশি করে তুলে ধরা।
আরও পড়ুনঃ খনি অঞ্চলে গড়ে উঠছে দিঘার জগন্নাথ মন্দির! মা দুর্গার আরাধনায় দুর্গাপুরে ‘বিরাট’ চমক
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনুপ রায় চৌধুরী এবং শীলা দত্ত। তাঁদের বক্তব্যে উঠে আসে চলচ্চিত্রের সামাজিক দায়বদ্ধতা ও যুবসমাজকে সঠিক দিশায় এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ প্লাস্টিকের ক্ষতিকর বর্জ্যই প্রকৃতি রক্ষার হাতিয়ার! সবুজের পথে নতুন দিশা দেখাচ্ছে ঝাড়গ্রাম আর্ট একাডেমি
আয়োজক কমিটির পক্ষ থেকে কলেজের শিক্ষক-ইন-চার্জ প্রফেসর নবকিশোর চন্দ এবং উৎসব সভাপতি প্রবর মহাপাত্র অতিথিদের অভ্যর্থনা জানান। তাঁরা জানান, এই চলচ্চিত্র উৎসব একদিকে যেমন ছাত্রছাত্রীদের জন্য আন্তর্জাতিক মানের চলচ্চিত্র দেখার সুযোগ করে দেবে, অন্যদিকে ক্যাম্পাসে এক নতুন সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই চলচ্চিত্র উৎসবে দেশ-বিদেশের একাধিক তথ্যচিত্র, পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্যের ছবি দেখানো হবে। পাশাপাশি থাকছে বিভিন্ন কর্মশালা ও আলোচনা। যেখানে অভিজ্ঞ পরিচালক, গবেষক ও শিক্ষার্থীরা মত বিনিময়ের সুযোগ পাবেন। সামগ্রিকভাবে, এই উৎসবকে ঘিরে ছাত্রছাত্রী ও স্থানীয় মানুষের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকদের আশা, আগামিদিনে এই আয়োজন শুধু কলেজ বা কলকাতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং আন্তর্জাতিক মানচিত্রে এক বিশেষ স্থান করে নেবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Film Festival: আর প্রেক্ষাগৃহ নয়! এবার কলেজে বসেই বন্ধু-বান্ধবদের সঙ্গে চুটিয়ে সিনেমা দেখা, তাও আবার আন্তর্জাতিক মানের, কীভাবে দেখবেন জানুন?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement