Suvendu Adhikari: ‘তৃণমূলে যখন ছিলাম, তখন বেআইনিভাবে চাকরি দিয়েছি এমন একটা নাম বলুন দেখি...!’ মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ শুভেন্দুর

Last Updated:

শুভেন্দুর কথায়, ‘‘তৃণমূলে যখন ছিলাম বেআইনিভাবে চাকরি দিয়েছি একটা নাম বলুন, একটা প্রমাণ দিন মুখ্যমন্ত্রী। আপনার বাড়ির সামনে হাজরা মোড়ে দাঁড়িয়ে ক্ষমা স্বীকার করব। প্রমাণ করতে পারলে রাজনীতিও ছেড়ে দেব।’’

মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর
মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, খেজুরি: মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা খেজুরির ঠাকুরনগরের জবাবি প্রতিবাদ সভা থেকে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর কথায়, ‘‘তৃণমূলে যখন ছিলাম বেআইনিভাবে চাকরি দিয়েছি একটা নাম বলুন, একটা প্রমাণ দিন মুখ্যমন্ত্রী। আপনার বাড়ির সামনে হাজরা মোড়ে দাঁড়িয়ে ক্ষমা স্বীকার করব। প্রমাণ করতে পারলে রাজনীতিও ছেড়ে দেব। পারবেন না আপনি। সবাই জানে মমতা বন্দ্যোপাধ্যায়ই সিন্ডিকেটের 'রানী'। ঠিক এই ভাষাতেই মমতার বিরুদ্ধে সুর সপ্তমে তুলে খেজুরির সভা থেকে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা।
খেজুরির ঠাকুরনগরের এক সভা থেকে নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করে একের পর এক অভিযোগে শুভেন্দুকে বিদ্ধ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের ৮ দিনের মাথায় পাল্টা সেই ঠাকুরনগরেই সভা করে এবার মমতাকেই বিঁধলেন শুভেন্দু। নিয়োগ দুর্নীতিতে তাঁর যুক্ত থাকা-সহ শুভেন্দু এদিন চ্যালেঞ্জের সুরে জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আনা নানান অভিযোগেরও।
advertisement
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনের সভায় নাম না করে শুভেন্দুকে তিনিই রাজনীতি শিখিয়েছেন বলে দাবিরও গতকাল, সোমবার খেজুরির সভা থেকে কড়া জবাব দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আপনি কে আমায় রাজনীতি শেখানোর? যদি রাজনীতি কিছু শিখে থাকি তাহলে তাঁর নাম সুশীল ধাড়া, কুমুদিনী ডাকুয়া। যদি কারও কাছ থেকে স্নেহ পেয়ে থাকি তাহলে তিনি হলেন আভা মাইতি। যদি কারও কাছ থেকে শিখে থাকি তাহলে তাঁর নাম শিশির অধিকারী, আপনি কে 'হরিদাস পাল'? শুধু বড় বড় কথা।’’
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari: ‘তৃণমূলে যখন ছিলাম, তখন বেআইনিভাবে চাকরি দিয়েছি এমন একটা নাম বলুন দেখি...!’ মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ শুভেন্দুর
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement