Suvendu Adhikari: 'যা করছেন ফল ভোগ করতে হবে!' নন্দীগ্রাম থানায় গিয়ে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর

Last Updated:

তৃণমূলের অভিযোগ, গত বৃহস্পতিবার ভেকুটিয়া অঞ্চলে উন্নয়নের পাঁচালির প্রচারে বেরনো একটি টোটো ভাঙচুর করে বিজেপি-র কর্মী, সমর্থকরা৷

নন্দীগ্রাম থানায় শুভেন্দু অধিকারী৷
নন্দীগ্রাম থানায় শুভেন্দু অধিকারী৷
মিথ্যে মামলায় বিজেপি কর্মীকে গ্রেফতারের অভিযোগে নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশকে হুমকি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তৃণমূলের উন্নয়নের পাঁচালি ট্যাবলো ভাঙচুরের ঘটনায় নন্দীগ্রামের ভেকুটিয়া অঞ্চলের বিজেপি-র মণ্ডল সভাপতি ধনঞ্জয় ঘড়ার ভাই গৌরাঙ্গ ঘড়াকে গ্রেফতার করে পুলিশ৷ সেই খবর পেয়েই এ দিন সকালে নন্দীগ্রাম থানায় হাজির হন স্থানীয় বিধায়ক এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
তৃণমূলের অভিযোগ, গত বৃহস্পতিবার ভেকুটিয়া অঞ্চলে উন্নয়নের পাঁচালির প্রচারে বেরনো একটি টোটো ভাঙচুর করে বিজেপি-র কর্মী, সমর্থকরা৷ এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে নন্দীগ্রাম থানায় অভিযোগও দায়ের করা হয়৷ এর পরই পুলিশ গৌরাঙ্গ ঘড়া নামে ওই বিজেপি কর্মীকে গ্রেফতার করে বলে অভিযোগ৷
এ দিন ধৃতের স্ত্রী, শিশুসন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে নন্দীগ্রাম থানায় হাজির হন৷ বিরোধী দলনেতা অভিযোগ করেন, বিজেপি-র কেউ তৃণমূলের ট্যাবলো ভাঙচুর করেনি৷ ওই টোটোটি নিজে থেকেই পুকুরে পড়ে যায়৷ মাঝরাতে সাদা পোশাকে, চটি পরে বাড়িতে চড়াও হয়ে ওই বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী৷ এমন কি, ওই বিজেপি কর্মীর স্ত্রী এবং শিশুসন্তানকেও মারধর এবং হেনস্থা করা হয়েছে৷ বিরোধী দলনেতার দাবি, বাপ্পাদিত্য গর্গ নামে স্থানীয় এক তৃণমূল নেতার চাপেই ওই বিজেপি কর্মীকে গ্রেফতা পুলিশ
advertisement
advertisement
পুলিশকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায়, ‘কেন সাদা পোশাকে আপনারা গিয়েছিলেন? মস্তানি হচ্ছে? চটি পরা পুলিশ৷ তৃণমূলের টোটোয় কেউ হাতই দেয়নি, পুকুরে পরে ট্যাবলো ছিঁড়ে গিয়েছে৷ এপ্রিল মাসের পরে মমতা, আইপ্যাক থাকবে না৷ আমি বলে গেলাম৷ যা করছেন ফল ভোগ করতে হবে৷’
যদিও শুভেন্দু অধিকারী যে সময়ে নন্দীগ্রাম থানায় যান, তখন থানার আইসি উপস্থিত ছিলেন না৷ ধৃত বিজেপি কর্মীর স্ত্রীর মেডিক্যাল পরীক্ষা করানোর জন্য দলীয় নেতৃত্বকে নির্দেশও দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক৷ পাশাপাশি ওই বিজেপি কর্মীর স্ত্রীকে আগামী সোমবার কলকাতায় নিয়ে আসার নির্দেশও দেন বিরোধী দলনেতা৷ আগামী সোমবার প্রয়োজনে এই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টের অবসরকালীন বেঞ্চে মামলা করার হুমকিও দিয়েছেন শুভেন্দু অধিকারী৷
advertisement
যদিও শুভেন্দু অধিকারীর এই হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব৷ নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান বলেন, ‘শুভেন্দু অধিকারী সারাজীবনই হুমকি, ধমকি দেন৷ উনি যে দল করেন, তাদের সারা বছর কোনও উন্নয়ন নেই৷ তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের পাঁচালি আমরা যখন মানুষের কাছে পৌঁছে দিচ্ছি, তখন সেই টোটোয় তারা ভাঙচুর করছে৷ পুলিশ তাই আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নিয়েছে৷ তাতে উনি কেন গিয়ে থানা ঘেরাও করবেন? উনি সারাজীবনই মিথ্যে কথা বলে এসেছেন৷’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari: 'যা করছেন ফল ভোগ করতে হবে!' নন্দীগ্রাম থানায় গিয়ে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর
Next Article
advertisement
Suvendu Adhikari: 'যা করছেন ফল ভোগ করতে হবে!' নন্দীগ্রাম থানায় গিয়ে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর
'যা করছেন ফল ভোগ করতে হবে!' নন্দীগ্রাম থানায় গিয়ে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর
  • নন্দীগ্রাম থানায় শুভেন্দু অধিকারী৷

  • পুলিশকে হুঁশিয়ারি বিরোধী দলনেতার৷

  • বিজেপি কর্মীকে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ শুভেন্দুর৷

VIEW MORE
advertisement
advertisement