লালনের মৃত্যু রহস্যে শুধু সিবিআই-কে দোষ দিলে হবে না, অভিযুক্তের নিরাপত্তার দায়িত্বে ছিল রাজ্য পুলিশও: শুভেন্দু

Last Updated:

‘‘লালন শেখের পাহারার দায়িত্বে মমতার পুলিশ ছিল। তাই কাচের ঘরে বসে ঢিল না ছোড়াই ভাল।’’ মন্তব্য শুভেন্দুর। 

লালনের মৃত্যু রহস্যে শুধু সিবিআই-কে দোষ দিলে হবে না, অভিযুক্তের নিরাপত্তার দায়িত্বে ছিল রাজ্য পুলিশও: শুভেন্দু
লালনের মৃত্যু রহস্যে শুধু সিবিআই-কে দোষ দিলে হবে না, অভিযুক্তের নিরাপত্তার দায়িত্বে ছিল রাজ্য পুলিশও: শুভেন্দু
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ‘‘এখনও পর্যন্ত যা জানতে পেরেছি লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর সময় সিবিআই আধিকারিকরা আদালতে গিয়েছিলেন। কিন্তু সিবিআই-কে শুধু দোষ দিলে চলবে না। লালন শেখকে পাহারার দায়িত্বে ছিল রাজ্য পুলিশও। এখানে যদি কর্তব্যে গাফিলতির অভিযোগ ওঠে সিবিআই-এর বিরুদ্ধে, তাহলে  রাজ্য পুলিশের দায়িত্বে যারা ছিলেন তাদের ক্ষেত্রেও একই রকমভাবে কর্তব্যে গাফিলতির অভিযোগ প্রযোজ্য। নিয়ম অনুযায়ী তদন্ত হবে। অস্বাভাবিক মৃত্যুর আসল কারণ সামনে আসা উচিত বলে আমি মনে করি।’’ বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু এও বলেন, ‘‘লালন শেখের মৃত্যুর ঘটনায় তৃণমূলের লোকজন উৎসাহিত বোধ করছেন, তাদের বোঝা উচিত লালন শেখের পাহারার দায়িত্বে মমতার পুলিশ ছিল। তাই কাচের ঘরে বসে ঢিল না ছোড়াই ভাল।’’
advertisement
advertisement
সিবিআই হেফাজতে মৃত্যু হল বগটুই কাণ্ডে অন্যতম অভিযুক্ত লালন শেখের। সোমবার সন্ধ্যায় লালন শেখের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। স্বাভাবিক ভাবে এই ঘটনায় ছড়িয়ে পড়েছে তীব্র চাঞ্চল্য ৷ রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প পান্থশ্রীতে লালনের মৃত্যু হয়েছে। গত ৩ ডিসেম্বর ঝাড়খণ্ডের পাকুড় মুফ্শিল থানার নরোত্তমপুর থেকে লালন শেখকে গ্রেফতার করে সিবিআইয়ের গোয়েন্দারা।
advertisement
৪ ডিসেম্বর তাকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে ছ’দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। ১০ ডিসেম্বর ফের তাকে দ্বিতীয় বারের জন্য তিনদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। সেইদিন থেকে সিবিআইয়ের হেফাজতেই ছিল লালন শেখ। স্বাভাবিক কারণে তাঁর মৃত্যুতে নানারকম প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ তাহলে কী অসুস্থ ছিল লালন, প্রশ্ন উঠছে তা নিয়েও ৷
advertisement
এর আগে সিবিআই দাবি করেছিল, বগটুই কাণ্ডের চাঁই এই লালন শেখ, ঘটনাচক্রে যে  সেই ঘটনায় মৃত ভাদু শেখের এক সময়ের ডান হাত ৷ সেই কারণেই তদন্তে একাধিক পর্যায়ে বিভিন্ন মানুষকে জিজ্ঞাসাবাদের পর লালনের দিকে সন্দেহর তীর ঘোরে ৷ তার পর তদন্ত আরও এগিয়ে নিয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷  এর পরই ঝাড়খণ্ড থেকে কয়েকদিন আগে লালনকে গ্রেফতার করে সিবিআই ৷ উল্লেখ্য, রামপুরহাটের বগটুই গ্রামে বোমা ছুড়ে হত্যা করা হয় ভাদু শেখকে ৷ তার পর ওই গ্রামের কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ সেই ঘটনায় ১০ জনের মৃত্যু হয় ৷  রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷ ঘটনার তদন্তভার যায় সিবিআই-এর হাতে ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
লালনের মৃত্যু রহস্যে শুধু সিবিআই-কে দোষ দিলে হবে না, অভিযুক্তের নিরাপত্তার দায়িত্বে ছিল রাজ্য পুলিশও: শুভেন্দু
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement