বিজেপি কর্মীকে পিটিয়ে খুনে অভিযুক্ত তৃণমূল 'আশ্রিত' দুষ্কৃতীরা কেন অধরা? ক্ষোভে ফুঁসছে দল! মৃতের বাড়িতে ছুটে এলেন শুভেন্দু অধিকারী

Last Updated:

BJP Worker Killed: নদিয়ার নবদ্বীপে তৃণমূল দুষ্কৃতী দ্বারা বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের হত্যার ঘটনায় সোমবার মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী
নবদ্বীপ, নদিয়া, রঞ্জিত সরকার: নদিয়ার নবদ্বীপে তৃণমূল দুষ্কৃতী দ্বারা বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের হত্যার ঘটনায় মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
গত বিশ্বকর্মা পুজোর রাতে নবদ্বীপে এক বিজেপি কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল শাসক দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সূত্রের খবর, ওইদিন রাতে নবদ্বীপ শহরের ছয় নম্বর ওয়ার্ডে সঞ্জয় ভৌমিক যখন বাড়ি ফিরছিলেন সেই সময়ে এলাকায় বেশ কয়েকজন যুবক নিজেদের মধ্যে ঝামেলা করছিলেন। তা দেখে এগিয়ে আসেন সঞ্চয়। এলাকার মধ্যে তাদের ঝামেলা করতে বাধা দেন। এরপরেই সকলে মিলে সঞ্জয়ের উপরেই চড়াও হয়।
advertisement
আরও পড়ুনঃ বচসার জেরে স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খু*ন! ৭ বছর পর অভিযুক্ত স্বামীর নজিরবিহীন সাজা আদালতে
প্রাণ বাঁচাতে সঞ্চয় বাড়িতে ফিরে আসেন। কিন্তু দুষ্কৃতীরা তাঁকে ধাওয়া করে তাঁর বাড়িতে এসে চড়াও হয়। এরপর মারধর করা হয় সঞ্জয়কে। গুরুতর আহত বিজেপ কর্মী নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা চলাকালীন সেখানেই মৃত্যু হয় তাঁর।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বাজি ফাটানোকে কেন্দ্র করে দু’পরিবারের মধ্যে তুমুল অশান্তি! শুরু হয় লাঠালাঠি, ঝরল রক্ত! থানার দারস্থ হতেই বেপাত্তা অভিযুক্তরা
ঘটনার পাঁচ দিন কেটে গেলও এখনও অধরা অভিযুক্ত চার। কেন অভিযুক্তদের গ্রেফতার করছে না পুলিশ তা নিয়ে আগেই ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। গত শনিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মৃত সঞ্জয় ভৌমিকের দেহের সামনে ঘোষণা করেন, ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীরা গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বিজেপি। সেইমতো সোমবার বিকেলে মৃত সঞ্জয় ভৌমিকের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতৃত্বরা। এরপর বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ সংগঠিত হয় নদিয়ার নবদ্বীপে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিজেপি কর্মীকে পিটিয়ে খুনে অভিযুক্ত তৃণমূল 'আশ্রিত' দুষ্কৃতীরা কেন অধরা? ক্ষোভে ফুঁসছে দল! মৃতের বাড়িতে ছুটে এলেন শুভেন্দু অধিকারী
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement