Amit Shah-Suvendu Adhikari: অমিত শাহের সঙ্গে দেখা করলেন শুভেন্দু! বিজেপির আগামী রাজ্য সভাপতির নাম নিয়ে আলোচনা?
- Reported by:Susmita Mondal
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Amit Shah-Suvendu Adhikari: সামনেই দিল্লির বিধানসভা নির্বাচন, নির্বাচনী প্রচারে দিল্লি গিয়েছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিল্লির নির্বাচনী প্রচারে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন শুভেন্দু।
susসামনেই দিল্লির বিধানসভা নির্বাচন, নির্বাচনী প্রচারে দিল্লি গিয়েছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিল্লির নির্বাচনী প্রচারে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন শুভেন্দু।
পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতি কে হবেন সেই নিয়ে জল্পনা তুঙ্গে। সূত্র মারফত খবর, দ্রুত ঘোষণা হতে পারে রাজ্য সভাপতির নাম। আগামী রাজ্য সভাপতি কে হবেন সেই নিয়ে শেষ পর্যায়ের আলোচনা হয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে অমিত শাহের, এমনটাই খবর বিজেপি সূত্রে। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। ২০২৪-এর লোকসভায় রাজ্যে আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি। এমতাবস্থায়, রাজ্য বিজেপির আগামী সভাপতির ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
advertisement
advertisement
আরও পড়ুন: বলি নায়িকার প্রেমে হাবুডুবু খাচ্ছেন সিরাজ! খবর প্রকাশ্যে আসতেই হইচই, জানেন কোন অভিনেত্রী?
অন্যদিকে সদস্য সংগ্রহ নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়েছে রাজ্য বিজেপি সংগঠন। সংগঠনিক শক্তি নিয়ে হয়েছে আলোচনা । অন্যদিকে বিজেপি সূত্রে এও জানা যাচ্ছে আর জি কর মেডিকেল কলেজের ঘটনা নিয়েও কথা হয়েছে দুজনের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 29, 2025 10:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Amit Shah-Suvendu Adhikari: অমিত শাহের সঙ্গে দেখা করলেন শুভেন্দু! বিজেপির আগামী রাজ্য সভাপতির নাম নিয়ে আলোচনা?










