East Medinipur News: পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অ্যাপের ব্যবহার পুলিশ প্রশাসনের!

Last Updated:

দিঘার হোটেলে অপরাধীরা আত্মগোপন করার সুযোগ পেয়েছে সম্প্রতি অতীতে। আর তাতেই নড়েচড়ে বসল প্রশাসন পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অ্যাপস ব্যবহারে জোর দিয়েছে।

+
দিঘা

দিঘা থানা 

পূর্ব মেদিনীপুর, দিঘা: দিঘায় আসা পর্যটকদের নিরাপত্তার স্বার্থে অ্যাপস ব্যবহারের জোর দিয়েছে পুলিশ প্রশাসন। পূর্ব মেদিনীপুর তথা রাজ্যের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘা। উত্তাল সমুদ্রের হাতছানিতে প্রতি ঋতুতে পর্যটকদের কার্যত ঢল নামে দিঘায়। তাই শীত গ্রীষ্ম বর্ষা সবসময়ই পর্যটকের ভিড় চোখে পড়ে দিঘা সমুদ্র সৈকতে। দিঘা বাঙালির রিলাক্সিং উইকেন্ড কাটানোর সবচেয়ে প্রিয় জায়গা। দিঘায় পর্যটকদের ভিড় বাড়ছে ততই যেন নজরদারির ফাঁক থেকে যাচ্ছে। তাই বারবার দিঘা হোটেলে অপরাধীরা আত্মগোপন করার সুযোগ পেয়েছে সম্প্রতি অতীতে। আর তাতেই নড়েচড়ে বসল প্রশাসন পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অ্যাপস ব্যবহারে জোর দিয়েছে।
সম্প্রতি এনআইএ ও পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের যৌথ অভিযানে ব্যাঙ্গালোরেও রামেশ্বরম কাফে বিস্ফোরণের দুই মাস্টারমাইন্ডকে গ্রেফতার করে নিউ দিঘার একটি বেসরকারি হোটেল থেকে। যার ফলে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে দিঘার হোটেলগুলিতে পর্যটকদের নিরাপত্তা বিষয়ে! ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, বাড়ানও হয়েছে দিঘার হোটেলগুলিতে নজরদারি। সম্প্রতি অতীতে দিঘার হোটেলগুলিতে পর্যটকদের আনা গোনা অতিথি পোর্টালের মাধ্যমে হোটেলে রেজিস্টারে নথিভুক্ত করতে হত। এবার থেকে জেলা পুলিশের তরফে একটি অ্যাপসের মাধ্যমে পর্যটকদের আসা যাওয়ার ওপর নজরদারি
advertisement
চালানো হবে।
advertisement
যে সমস্ত পর্যটকেরা হোটেলে ওঠেন আধার কার্ড বা আইডেন্টি কার্ড দিয়ে হোটেলে রেজিস্টার করার। সেই আধার কার্ড বা আইডেন্টি কার্ড বৈধ কিনা তা খতিয়ে দেখতে এই অ্যাপস কাজ করবে। ইতিমধ্যেই দিঘা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিজিৎ পাত্র সহ পুলিশ আধিকারিকেরা দিঘার বিভিন্ন হোটেলগুলিতে এই অ্যাপস নিয়ে হোটেল কর্মচারীদেরকে সতর্ক এবং প্রশিক্ষণ দেওয়া শুরু করেছেন। যাতে হোটেল কর্মচারীরা সহজেই বুঝে যেতে পারেন কোনকার্ডটি বৈধ কোনটি অবৈধ! এমন কিছু সন্দেহজনক দেখলে তারা যেন লোকাল থানার সঙ্গে যোগাযোগ করে সে বিষয়ে তাদেরকে অবহিত করান দিঘা থানার ওসি অভিজিৎ পাত্র। পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জেলা পুলিশ প্রশাসন বদ্ধপরিকর।
advertisement
প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে দিঘায় আসার পর্যটকদের নিরাপত্তা আরওজোরদার করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এবার পর্যটকদের দিঘায় যাওয়া আসার ওপর অ্যাপসে নজরদারি চালানো হবে। ইতিমধ্যেই দিঘার বিভিন্ন হোটেলগুলিতে পুলিশ অধিকারিকেরা পর্যটকদের নিরাপত্তা বিষয়ে নানান পরামর্শ ও সতর্ক করছেন হোটেল কর্মচারীদের।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
দিঘাকে সমস্ত রকমের অপরাধ মুক্ত করতে এই পদক্ষেপ পুলিশ প্রশাসনের। এই পদক্ষেপ আগামী দিনে কতটা ফলপ্রসূ হবে তা সময় বলবে।
সৈকত শী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অ্যাপের ব্যবহার পুলিশ প্রশাসনের!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement