উন্নত লাইফ সাপোর্ট...! সংকটজনক পরিস্থিতিতেও বিনামূল্যে চিকিৎসা, এবার দুর্দান্ত পরিষেবা সিউড়ি সদর হাসপাতালেই
- Reported by:SUDIPTA GARAIN
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
আর ছুটতে হবে না বর্ধমান! সিউড়ি সদর হাসপাতালে চালু ২৪ শয্যার অত্যাধুনিক সিসিইউ, সংকট মুহূর্তে মিলবে প্রাণরক্ষার উন্নত পরিষেবাআর ছুটতে হবে না বর্ধমান! সিউড়ি সদর হাসপাতালে চালু ২৪ শয্যার অত্যাধুনিক সিসিইউ, সংকট মুহূর্তে মিলবে প্রাণরক্ষার উন্নত পরিষেবা
বীরভূম: বীরভূমবাসীর জন্য আশার আলো। এবার আর কোনও সংকটজনক মুহূর্তে প্রাণ বাঁচাতে ছুটে যেতে হবে না দূর বর্ধমান বা অন্যত্র। সিউড়ি সদর হাসপাতালে চালু অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ২৪ শয্যার হাইব্রিড ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইলামবাজার থেকে ভার্চুয়ালি এই ইউনিটের উদ্বোধন করেন, যার মাধ্যমে জেলাবাসীর বহু দিনের দাবি পূরণ হলো।
নতুন এই সিসিইউ ইউনিটে এমন প্রযুক্তি রয়েছে যা গুরুতর অসুস্থ রোগীর শ্বাস বন্ধ হয়ে গেলেও প্রযুক্তির সাহায্যে তাকে বাঁচিয়ে রাখতে সক্ষম। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হৃদরোগ, শ্বাসকষ্ট, মস্তিষ্কে আঘাত, জটিল প্রসব পরবর্তী পরিস্থিতি কিংবা সাপের কামড়ে অজ্ঞান হয়ে যাওয়া রোগীরাও এখন উন্নত লাইফ সাপোর্টে চিকিৎসা পাবেন এই ইউনিটে।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দা দয়াময় গড়াই জানান, “আগে কোনও ক্রিটিক্যাল রোগী হলে সিউড়িতে নিয়ে গিয়ে রেফার করে দিত বর্ধমানে। এখন সেই সমস্যার অবসান হল। একদিকে খরচ বাঁচবে, অন্যদিকে সময়মত চিকিৎসা মিলবে। আমরা সত্যি খুব খুশি।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
বীরভূম জেলা স্বাস্থ্য আধিকারিক ডঃ শুভব্রত ঘোষ জানালেন, হার্ট ফেলিয়র, রেসপিরেটরি ফেলিয়র, হেড ইনজুরি, অজ্ঞান অবস্থা, সাপের কামড় ইত্যাদি ক্ষেত্রে এই হাইব্রিড ইউনিট কার্যত জীবনদায়ক হবে। যতক্ষণ না রোগী নিজে শ্বাস নিতে বা হৃদস্পন্দন চালাতে সক্ষম হন, ততক্ষণ লাইফ সাপোর্টের মাধ্যমে তাকে টিকিয়ে রাখা সম্ভব হবে।
এই পরিষেবাগুলোর ফলে জেলার অসংখ্য মানুষকে চিকিৎসার জন্য আর বহুদূর যেতে হবে না। সিউড়ি এখন জেলাবাসীর চিকিৎসার ক্ষেত্রে নতুন ভরসার নাম।
advertisement
সুদীপ্ত গড়াই
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 01, 2025 1:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
উন্নত লাইফ সাপোর্ট...! সংকটজনক পরিস্থিতিতেও বিনামূল্যে চিকিৎসা, এবার দুর্দান্ত পরিষেবা সিউড়ি সদর হাসপাতালেই








