Digha: রিকশা চালিয়ে নারী নিরাপত্তার পাঠ! ১২ রাজ্য ঘুরে এবার দিঘায় হাজির সানি, ভারতভ্রমণে বেরনো এই ব্যক্তি কে জানেন?
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
Digha: সমাজে নারী নির্যাতন বিরোধী বার্তা পৌঁছে দিতে দেশভ্রমণে বাংলার সানি মিত্র। পাঁচ চাকার রিক্সা চালিয়ে ইতিমধ্যেই দেশের প্রায় ১২টি রাজ্য অতিক্রম করেছেন। এবার দিঘায় এসে পৌঁছেছেন তিনি।
দিঘা, পূর্ব মেদিনীপুর, মদন মাইতিঃ সমাজে ধর্ষণ বিরোধী বার্তা পৌঁছে দিতে সানি মিত্র এক অনন্য উদ্যোগ নিয়েছেন। তিনি প্রমাণ করেছেন, কঠিন সামাজিক বার্তা দূরদূরান্তের মানুষের কাছে পৌঁছে দিতে দামি গাড়ি বা ঝাঁ-চকচকে প্রচারের প্রয়োজন হয় না, দরকার শুধু গভীর সংকল্প ও উদ্ভাবনী চেতনা। নিজের পোষ্য কুকুরকে সঙ্গী করে একটি পাঁচ চাকার মোটরচালিত রিকশাকেই তিনি দেশভ্রমণের বাহন হিসেবে বেছে নিয়েছেন।
গত বছর ৮ নভেম্বর কলকাতা থেকে সানির এই ধর্ষণবিরোধী সচেতনতা যাত্রা শুরু হয়েছিল। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এবং নিজের খরচে যাত্রা শুরু করেন কলকাতার গল্ফগ্রিনের এই বাসিন্দা। গত এক বছরে তিনি দেশের প্রায় ১২টি রাজ্য অতিক্রম করেছেন। এবার ওড়িশা পেরিয়ে পূর্ব মেদিনীপুরের দিঘায় এসে পৌঁছেছেন।
আরও পড়ুনঃ প্রতিদিনের অভ্যাসই কাল হল! বাড়ির ছাদে ব্যায়াম করার সময় সাংঘাতিক ঘটনা, মর্মান্তিক পরিণতি মেদিনীপুরের প্রৌঢ়ের
দেশজুড়ে যখন নারী নিরাপত্তা এক গভীর সংকটের মুখে এসে পড়েছে, সেই সময় সানির এই উদ্যোগ সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। তাঁর লক্ষ্য, দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলের সাধারণ মানুষকে ধর্ষণের মতো জঘন্য অপরাধ, এর শাস্তি ও আইনি বিধান সম্পর্কে সচেতন করা। তাঁর অভিজ্ঞতায়, গ্রামীণ ও প্রান্তিক স্তরের বহু মানুষই এখনও এইসব বিষয়ে অবগত নন। অজ্ঞতার সুযোগে বহু অপরাধী ধরা-ছোঁয়ার বাইরে রয়ে যায়। সেই সঙ্গেই অসংখ্য নারী ন্যায়বিচার থেকে বঞ্চিত হন।
advertisement
advertisement
সানির কথায়, “যাত্রাপথে আমি বহু গ্রামে গিয়েছি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। অনেকেই ধর্ষণের মতো অপরাধের পর আইন কীভাবে সাহায্য করতে পারে, তা জানতেন না। আমি তাঁদের আইনি দিক সম্পর্কে সচেতন করেছি, অভিযোগ জানানোর পদ্ধতি বুঝিয়েছি।” তাঁর এই সচেতনতা রিকশা এখন পথচলতি মানুষের দৃষ্টি কেড়েছে। রিকশার গায়ে লেখা রয়েছে “Stop Rape”, “Respect Women”, “Raise Your Voice Against Crime”।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দিঘায় পৌঁছেই পর্যটকদের মধ্যে সাড়া ফেলেছেন সানি। স্থানীয় সমাজকর্মী ও পর্যটকরাও তাঁর উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ। তাঁদের কথায়, “একজন মানুষও যদি সমাজ পরিবর্তনের লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞ হন, তবে তা হাজার মানুষের মনে আলো জ্বালাতে পারে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
November 03, 2025 11:47 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha: রিকশা চালিয়ে নারী নিরাপত্তার পাঠ! ১২ রাজ্য ঘুরে এবার দিঘায় হাজির সানি, ভারতভ্রমণে বেরনো এই ব্যক্তি কে জানেন?
