South 24 Parganas News: সেচ দফতরের জমিতেই হবে সুন্দরবনের নতুন পিকনিক স্পট! থাকবে শিশু উদ্যান থেকে গেস্টহাউস

Last Updated:

ধোসার ডাবু খালের পাশেই পিকনিক স্পট তৈরি করার পরিকল্পনা বিধায়কের

প্রতিকি ছবি
প্রতিকি ছবি
দক্ষিণ ২৪ পরগনা: দীর্ঘদিনের মানুষের দাবি তা পূরণ হতে চলেছে। মূলত সুন্দরবন এলাকার একটি পিকনিক স্পট যা ডাবু নামেই পরিচিতি। শীতকাল পড়লেই বহু মানুষ এখানে পিকনিক করতে ছুটে আসে। মূলত সুন্দরবনের মনোরম পরিবেশ নিতেই। আর সেই মতোজয়নগর ১ নম্বর ব্লকের ধোসা ১৪ ফোকর এলাকা ঘিরে নতুন পর্যটন কেন্দ্র তৈরির চিন্তাভাবনা করেছেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার। সেচদপ্তরের চার একর জমিতে ডাবু খালের ধারে হবে পিকনিক স্পট হবে শিশু উদ্যানও। ইতিমধ্যেই এই কাজের জন্য জমিও পরিদর্শন করেছেন সুন্দরবন উন্নয়ন দফতরের সচিব অত্রি ভট্টাচার্য।
তিনি বলেন, জমি দেখা হয়েছে। অনেক কিছুর পরিকল্পনা নেওয়া হয়েছে। আর বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার বলেন, পিকনিক স্পট সহ গেস্ট হাউসও নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ধোসা ১৪ ফোকর এলাকাটি নবগ্রাম, চালতাবেড়িয়া ও ধোসা চন্দনেশ্বর এলাকার মধ্যবর্তী। এই এলাকায় ডাবু খালের পাশে সেচ দফতরের যে জায়গা আছে, তার মধ্যে চার একর জমি প্রাথমিকভাবে এই কাজের জন্য নেওয়া হয়েছে।
advertisement
advertisement
সূত্রের খবর, পিকনিকের জায়গা সহ মানুষের পর্যাপ্ত বসার জায়গা, শিশু উদ্যান করার চিন্তাভাবনা হয়েছে। এলাকার বাসিন্দারা বলেন, এই এলাকায় পিকনিক গার্ডেন করলে শীতকালে মানুষের ভিড় বাড়বে। তাতে এলাকাবাসীদের কর্মসংস্থানও হবে। বিধায়কের উদ্যোগকে সাধুবাদ জানাই।
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: সেচ দফতরের জমিতেই হবে সুন্দরবনের নতুন পিকনিক স্পট! থাকবে শিশু উদ্যান থেকে গেস্টহাউস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement