Sundarban: সুন্দরবন গেলে আর দেখা মিলবে না মুখ্যমন্ত্রীর প্রিয় 'সোহানের'! সোহানি চলে যেতেই মৃত্যু সোহানেরও
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Sundarban: বার্ধক্যজনিত কারণেই মৃত্যু বলে প্রাথমিক অনুমান বন কর্মীদের।
ঝড়খালি: বেশ কিছুদিন অসুস্থ থাকার পর অবশেষে মৃত্যু হল ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের এক বাঘের। সূত্রের খবর মৃত বাঘের নাম সোহান। বাঘটির একুশ বছর বয়স হয়েছিল বলে জানা গিয়েছে। শনিবার দুপুরে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। এরপরেই মৃত্যু হয় বলে জানা গিয়েছে। বন দফতর সূত্রের খবর, গত কয়েকদিন ধরে কিছুই খাচ্ছিল না সে। তরল জাতীয় খাবার দেওয়া হচ্ছিল। বার্ধক্যজনিত কারণেই মৃত্যু বলে প্রাথমিক অনুমান বন কর্মীদের।
পশু চিকিৎসকরা বাঘের মৃত্যুর কারণ জানার চেষ্টা করছেন। তবে এ বিষয়ে কোন তথ্যই বন দফতরের তরফ থেকে দেওয়া হয়নি। তারপর ময়নাতদন্ত করে নিয়মমাফিক শেষকৃত্য সম্পন্ন হয়। ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে প্রথমে যে দুটি বাঘকে এনে রাখা হয়েছিল তাদের মধ্যে অন্যতম সোহান। প্রথম যখন ঝড়খালি পুনর্বাসন কেন্দ্র তৈরি করা হয়, তখন ২০১২ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধনে যান। আদর করে নিজেই দুটি বাঘের নামকরণ করেন।
advertisement
advertisement
পূর্ণবয়স্ক পুরুষ বাঘ সোহান। অন্যদিকে সোহানি ছিল বাঘিনি। তারপর থেকে সেই নামেই ডাকা হত তাদের। বেশ কয়েকদিন আগে স্ত্রী বাঘ সোহানি মারা যায়। তারপর থেকে বয়সজনিত কারণে অসুস্থ ছিল সোহান। তারও মৃত্যু হল। ২০০৯ সালে বারবার সাতজেলিয়ার লোকালয়ে ঢুকে পড়ছিল এই সোহান। বন দফতরের খাঁচা পেতে তাকে ধরার পর সোহানকে নিয়ে আসা হয় আলিপুর চিড়িয়াখানায়। পরে ফের তাকে ঝড়খালির ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে ফিরিয়ে আনা হয়। পর্যটকদের কাছে যথেষ্ট আকর্ষণীয় ছিল সোহান ও সোহানি।
advertisement
—- সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 16, 2025 2:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sundarban: সুন্দরবন গেলে আর দেখা মিলবে না মুখ্যমন্ত্রীর প্রিয় 'সোহানের'! সোহানি চলে যেতেই মৃত্যু সোহানেরও