Sundarban News: প্রাচীন রীতিতে পূজিত অজস্র কালীপ্রতিমা, সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে হয়ে আসছে ঐতিহ্যবাহী ‘হাজারি কালীমেলা’

Last Updated:

Sundarban News:একটি দুটি নয়, হাজার হাজার কালী প্রতিমা পূজিত হন সুন্দরবনের খেজুরবেড়িয়া এলাকায়। এই পুজো উপলক্ষে এলাকায় রীতিমতো উৎসবমুখর পরিবেশে মেলা বসে।

+
কালি

কালি প্রতিমা 

জুলফিকার মোল্যা, উত্তর ২৪ পরগণা: সুন্দরবনে হাজার কালীপ্রতিমা পূজিত হন একসঙ্গে, দ্বীপ এলাকা থেকে একত্রিত হন মানুষ।একটি দু’টি নয়, হাজার হাজার কালী প্রতিমা পূজিত হন সুন্দরবনের খেজুরবেড়িয়া এলাকায়। এই পুজো উপলক্ষে এলাকায় রীতিমতো উৎসবমুখর পরিবেশে মেলা বসে। এই ছবি উত্তর ২৪ পরগনার সুন্দরবনের বিশপুরের হিঙ্গলগঞ্জের খেজুরবেড়িয়া গ্রামের। নদীবেষ্টিত সুন্দরবন এলাকায় খেজুরবেড়িয়া গ্রামের গৌড়েশ্বর নদীর তীরে বহুদিন ধরে হয়ে আসছে শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী হাজারি কালীমেলা। মহা ধুমধাম করে হাজার হাজার ভক্ত সমাগমের মধ্য দিয়ে কালীপুজো হয়। একসঙ্গে হাজার হাজার কালী প্রতিমার পুজো হয় বলে অনেকেই মনে করেন সে জন্য মন্দিরের নাম এমন ‘হাজারি কালীমন্দির’ বলে মনে করেন অনেকে। তবে শোনা যায় একসময় নদী ভাঙনে এলাকায় জলপ্লাবন হত, সেই নদী ভাঙন থেকে রক্ষা পেতে এই পুজো শুরু হয়।
আরও পড়ুন : আজ, পয়লা বৈশাখে লক্ষ্মী গণেশের পুজোর শুভ সময় কোনটা? বাড়িতে আনুন এই ৫ জিনিসের যে কোনও ১ টা! কাটবে অভাব, আসবে টাকার জোয়ার
বহু ভক্ত তাঁরা মানত করেন এবং মানত শোধ করার উদ্দেশ্যে হাজার প্রতিমা নিয়ে জড়ো হয় মন্দির চত্বরে পুজো দেওয়ার জন্য। রাজ্যের বিভিন্ন জেলা থেকে, এমনকি এক সময় বাংলাদেশ থেকেও জল ও স্থল পথে মানুষের সমাগম হয়। দেবী দর্শনে ও পুজো দিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ভক্তরা আসেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sundarban News: প্রাচীন রীতিতে পূজিত অজস্র কালীপ্রতিমা, সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে হয়ে আসছে ঐতিহ্যবাহী ‘হাজারি কালীমেলা’
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement