Sundarban Fishermen Protest: সুন্দরবনে মাছ ধরা যাচ্ছে না! এমনটাও হয়?
- Published by:
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
মাছ ধরার নিষেধাজ্ঞার সময় অতিক্রান্ত হয়ে গেলেও সুন্দরবন এলাকার মৎস্যজীবীরা আজও মাছ ধরার অনুমতি পাননি। দীর্ঘদিন ধরেই সুন্দরবন এলাকার মৎস্যজীবীদের মাছ ধরার অনুমতি পত্র বা বি এল সি জটিলতা রয়েছে।
দক্ষিণ ২৪ পরগণা: আজব সমস্যায় পড়েছেন মৎস্যজীবীরা। মাছ ধরার নিষেধাজ্ঞার তিন মাসের সময় পেরিয়ে গেলেও এখনও সমুদ্রে যেতে পারছেন না তাঁরা। কারণ সময়সীমা পেরিয়ে গেলেও এখনও মেলেনি প্রশাসনের অনুমতি। আর তাতেই মাথায় হাত সুন্দরবনের মৎস্যজীবীদের।
দীর্ঘদিন ধরেই সুন্দরবন এলাকার মৎস্যজীবীদের মাছ ধরার অনুমতিপত্র বা বিএলসি নিয়ে জটিলতা রয়েছে। সেই জটিলতার কারণেই চলতি বছর প্রায় দেড় মাস অতিক্রান্ত হয়ে গেলেও মাছ ধরতে পারছেন না এখানকার মৎস্যজীবীরা। সুন্দরবনের নদী-খাঁড়িতে মাছ, কাঁকড়া ধরার অনুমতি পাচ্ছেন না। ফলে আর্থিক সঙ্কটে ভুগতে শুরু করেছেন তাঁরা।
আরও পড়ুন: গেট খুলতেই তলিয়ে গেল একের পর এক বাড়ি! মারাত্মক কাণ্ড উত্তরে
এই পরিস্থিতিতে নিজেদের দাবি আদায়ে সুন্দরবনের মৎস্যজীবীরা ক্যানিংয়ে অবস্থিত সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলেন। ক্যানিং মহকুমা মৎস্যজীবী রক্ষা কমিটির পক্ষ থেকে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি নিজেদের দাবি নিয়ে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকদের কাছে ডেপুটেশন জমা দেন মৎস্যজীবীরা।
advertisement
advertisement
উল্লেখ্য, প্রতি বছর ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত বঙ্গোপসাগর সহ রাজ্যের সমস্ত নদী, খাঁড়িতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকে। কারণ ওটা মাছের প্রজননের সময়। এই নিষেধাজ্ঞা উঠলে মৎস্যজীবীরা আবার মাছ ধরতে যেতে পারেন। কিন্তু চলতি বছর সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার প্রায় দেড় মাস পরেও মাছ ধরার অনুমতি পাচ্ছেন না সুন্দরবনের মৎস্যজীবীরা। এদিকে অনুমতিপত্র ছাড়া মাছ, কাঁকড়া ধরতে গিয়ে বন দফতরের হাতে ধরা পড়ে মোটা টাকার জরিমানাও দিতে হচ্ছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মৎস্যজীবীদের এই সমস্যা প্রসঙ্গে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন বলেন, বিএলসি নিয়ে জটিলতা কাটিয়ে দ্রুত যাতে মৎস্যজীবীদের মাছ ধরার অনুমতি দেওয়া যায় সেই বিষয়ে ঊর্ধ্বতন আধিকারিকদের জানানো হয়েছে। আশাকরি দ্রুত সমাধান বেরিয়ে আসবে। এদিকে আন্দোলনকারী সংগঠনের সম্পাদক শম্ভু সাহা বলেন, আমরা দফতরের মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি প্রায় একমাস আগে, কিন্তু তবুও সমস্যার সমাধান হয়নি। তাই এই প্রতিবাদ কর্মসূচি নিতে বাধ্য হয়েছি। ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা আশ্বাস দিয়েছেন আগামী এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান করবেন। তা না হলে বৃহত্তর আন্দোলন করার হুঁশিয়ারি দেন তিনি।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 02, 2025 3:09 PM IST