Sale: মাথায় হাত!বছরের এই একটা সময়ের বিশেষ ফল, তাও হচ্ছে না বিক্রি, চিন্তায় বিক্রেতা
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
কাঁঠালের বিপুল সমাগম হলেও অতিরিক্ত গরমের কারণে তেমন বিক্রি নেই। এতে হতাশ হয়ে পড়ছেন বিক্রেতারা।
মহিষাদল: কাঁঠালের বিপুল সমাগম হলেও অতিরিক্ত গরমের কারণে তেমন বিক্রি নেই। এতে হতাশ হয়ে পড়ছেন বিক্রেতারা। তবে বৃষ্টি শুরু হলে চাহিদা কয়েকগুণ বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আষাঢ়ের শুরু থেকে জেলার বিভিন্ন স্থান থেকে বাজারে আসতে শুরু করে কাঁঠাল। প্রতিদিন শহরের ফল বাজারে দেখা যায় বিভিন্ন ধরনের ফল। তার মধ্যে কাঁঠাল থাকে। আম, কলা, লিছু প্রভৃতি বিক্রি হলেও কাঁঠাল সেই ভাবে বিক্রি হচ্ছে না। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল কাঁঠাল বেচাকেনার কেন্দ্র হিসেবে বিখ্যাত। বইছে তোলে কাঁঠাল পট্টি নামে একটি বাজারও রয়েছে। কিন্তু চলতি বছর সেভাবে কাঁঠালের বিক্রি নেই ফলে হতাশ কাঁঠাল বিক্রেতারা।
নদিয়া, মুর্শীদাবাদ ও উত্তর ২৪ পরগনা সহ রাজ্যের বেশকিছু জেলার ব্যবসায়ীরা কাঁঠাল নিয়ে মহিষাদলে প্রতিবছর কাঁঠাল ব্যবসার উদ্দেশ্যে আসেন, কাঁঠালের পসরা সাজিয়ে বসেন। এবারও তার অন্যথা হয়নি। মহিষাদল রাজবাড়ির আম্রকুঞ্জে বড় মাপের কাঁঠালের আড়ত বসেছে। প্রতি বছর এই সময় কম বেশি কাঁঠাল বিক্রি হত। কিন্তু এবছর এখনও বিক্রি হয়নি। বিক্রেতারা জানাচ্ছেন, দিনে দিনে তাপমাত্রা বাড়ছে, বৃষ্টির দেখা নেই ফলে ক্রেতার দেখা পাওয়া যাচ্ছে না। বিক্রি না হওয়ায় কাঁঠাল শুকনো হয়ে যাচ্ছে। খুব চিন্তা হচ্ছে। কবে বৃষ্টি নামবে আর ক্রেতার দেখা মিলবে সেই আশায় দিন কাটাচ্ছি।
advertisement
আরও পড়ুনVirat Kohli Daughter Reaction: ‘বাবা কাঁদছে কী হবে….’ ভারত জয়ের পর বিরাট কন্যার প্রতিক্রিয়া! ঘরে বসে মা অনুষ্কা কীভাবে সামলালেন? রইল ছবি
আষাঢ় মাস মানেই আম-কাঁঠাল। ফল বাজারের পাশাপাশি মেলা এলাকায় কাঁঠালের আড়ত বসে। সামনেই মহিষাদলের প্রাচীন রথ। তাই আগে থেকে রাজ্যের বিভিন্ন জেলা থেকে কাঁঠাল বিক্রেতারা তাদের কাঁঠাল নিয়ে হাজির হয়েছেন কিন্তু বিক্রি না হওয়ায় খুব চিন্তায় বিক্রেতারা। মহিষাদলে কাঁঠাল আড়তে ৫০ টাকা থেকে শুরু করে ৫০০ থেকে ৬০০ টাকা দামের কাঁঠাল পাওয়া যাচ্ছে। সারি সারি কাঁঠালের সম্ভার থাকলেও দেখা মিলছে না ক্রেতাদের। আর তাতেই ক্ষতির মুখ দেখছে কাঁঠাল ব্যবসায়ীরা।
advertisement
advertisement
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 30, 2024 11:48 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sale: মাথায় হাত!বছরের এই একটা সময়ের বিশেষ ফল, তাও হচ্ছে না বিক্রি, চিন্তায় বিক্রেতা