Bengal Bjp: CAA নিয়ে ভুল বার্তা দিচ্ছে তৃণমূল', সংখ্যালঘুদের তাৎপর্যপূর্ণ বার্তা বিজেপির সুকান্তর

Last Updated:

CAA নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

অগ্নিমিত্রা পাল, সুকান্ত মজুমদার, মিঠুন চক্রবর্তী
অগ্নিমিত্রা পাল, সুকান্ত মজুমদার, মিঠুন চক্রবর্তী
দক্ষিণবঙ্গ: পঞ্চায়েত ভোটের আগে সংখ্যালঘুদের প্রতি উল্লেখযোগ্য বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জানালেন, যাঁরা ভারতের নাগরিক তাঁদের কেউ তাড়াবে না। তা তিনি যে কোনও ধর্মেরই হোন। প্রায় একই সুর শোনা গেল মিঠুন চক্রবর্তীর মুখেও।
সূত্রের খবর, রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে বিজেপি-কে নিয়ে যে 'ভয়' রয়েছে, তা কাটাতে এবার বিশেষ ভাবে উদ্যোগী হচ্ছে গেরুয়া শিবির। বিশেষ করে, সামনে যখন পঞ্চায়েত ভোট। এদিন বাসন্তীর সভায় তারই যেন ঝলক দেখা গেল এদিন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বললেন, " CAA লাগু হলে কাউকে দেশছাড়া করা হবে না। সহ নাগরিকত্ব দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় অহেতুক ভয় দেখাচ্ছেন। ভারতবর্ষের নাগরিক হলে কারোর ক্ষমতা নেই আপনাকে তাড়ায়। বিজেপির বাংলার সভাপতি হিসাবে আমি কথা দিচ্ছি।"
advertisement
এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রসঙ্গ টেনে সুকান্ত বলেন, "লকডাউনের সময় বাড়িতে রেশন পৌঁছনো থেকে ভ্যাকসিন- এর ব্যবস্থা করা, সবকিছুই করেছেন প্রধানমন্ত্রী। তাই নরেন্দ্র মোদিই ভারতবাসীর আসল 'বন্ধু'।"
advertisement
বাসন্তীর সভামঞ্চে সিএএ নিয়ে সংখ্যালঘুদের বার্তা দেওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও প্রায় একই কথা বলেন সুকান্ত। বলেন, "CAA নিয়ে এখনও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ভয় দেখানো হচ্ছে। ভারতবর্ষের কোনও সম্প্রদায়ের মানুষেরই কোনও দুশ্চিন্তা করার কারণ নেই। CAA লাগু হলেও যাঁরা ভারতবর্ষের নাগরিক তাঁরা ভারতবর্ষেই থাকবেন। কাউকে রাজ্য থেকে বিতাড়িত করা হবে না।"
advertisement
এদিনের মঞ্চ থেকে সংখ্যালঘুদের বার্তা দেন মিঠুনও। বিজেপি নেতার কথায়, "সঠিক ভোটার কার্ড এবং আধারকার্ড যদি থাকে, কেউ আপনাকে তাড়াবে না। নাকে তেল দিয়ে ঘুমোন। ভুল প্রচার হচ্ছে।"
বুধবার সকালে নিউটাউনে সুকান্ত মজুমদারের বাড়ি থেকে দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীর উদ্দেশে রওনা দেন মিঠুন চক্রবর্তী। বাসন্তীতে পৌঁছে প্রথমে তিনি এবং সুকান্ত যান বাসন্তী ভারত সেবাশ্রম সঙ্ঘের আশ্রমে। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে বিজেপির প্রতিবাদ মিছিলে যোগ দেন মিঠুন। আবাস দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতির মতো বিষয়কে ইস্যু করে এদিন শাসকদলের বিরুদ্ধে বাসন্তীতে পথে নামে বিজেপি।
advertisement
বাসন্তী ভারত সেবাশ্রম থেকে সোনাখালি বাজার হয়ে এগোয় বিজেপির এই প্রতিবাদ মিছিল। মিছিলের পুরোভাগে ম্যাটাডোরে ছিলেন মিঠুন চক্রবর্তী, সুকান্ত মজুমদার এবং অগ্নিমিত্রা পালেরা। নীচে পায়ে হেঁটে ঝান্ডা হাতে এগোচ্ছিলেন বিজেপির কর্মী সমর্থকেরা।
মিছিলে বিজেপির কর্মী সমর্থকেরা থাকলেও মিঠুন চক্রবর্তীতে চাক্ষুষ করতে রাস্তার দুপাশে ভিড় জমান বহু মানুষ। তাঁদের দিকে কখনও হাত নেড়ে, কখনও জোড়হাত করতে দেখা যায় মিঠুনকে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal Bjp: CAA নিয়ে ভুল বার্তা দিচ্ছে তৃণমূল', সংখ্যালঘুদের তাৎপর্যপূর্ণ বার্তা বিজেপির সুকান্তর
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement