Purba Medinipur News: দারিদ্র ছিল নিত্যসঙ্গী, তার পর বিরল রোগ! এগরার সেই ছেলে আজ সফল ইউটিউবার

Last Updated:

You Tube Content- পূর্ব মেদিনীপুর জেলার এগরার ছোট্ট একটি গ্রাম মহাবিশ্রা। সেখানকার যুবক সুদীপ মান্না। তাঁর জীবনযাত্রা, সংগ্রাম, ও অদম্য মনোবল আজ হাজার হাজার মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

+
সুদীপ

সুদীপ

এগরা : পূর্ব মেদিনীপুর জেলার এগরার ছোট্ট একটি গ্রাম মহাবিশ্রা। সেখানকার যুবক সুদীপ মান্না। তাঁর জীবনযাত্রা, সংগ্রাম, ও অদম্য মনোবল আজ হাজার হাজার মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। শারীরিক দিক থেকে বিশেষভাবে সক্ষম হয়েও যেভাবে সুদীপ নিজের একক প্রচেষ্টায় একজন সফল ইউটিউবার হয়ে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, তা নিঃসন্দেহে বিস্ময়কর এবং অনুকরণীয়।
দারিদ্র তাঁর জীবনের ছায়াসঙ্গী ছিল। মাধ্যমিক পাশ করার পর জীবিকার সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দেন তিনি। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে সেখানে দীর্ঘদিন টিকতে পারেননি। ধরা পড়ে এক জটিল রোগ অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস (Ankylosing Spondylitis), যা এক ধরনের বাতরোগ, মূলত মেরুদণ্ড, হিপ এবং শরীরের বিভিন্ন সন্ধিতে প্রদাহ সৃষ্টি করে।
এই রোগের ফলে ধীরে ধীরে শরীরের নড়াচড়ার ক্ষমতা হারিয়ে যেতে থাকে। সুদীপের দুই হিপেই অস্ত্রোপচার (Total Hip Replacement) করতে হয়েছে — বাম হিপে ২০১৪ সালে এবং ডান হিপে ২০২১ সালে। হাঁটু, কাঁধ এবং পিঠে তীব্র ব্যথা লেগেই থাকে। ব্যথার তীব্রতায় অনেক সময় তিনি সোজা হয়ে বসতেও পারেন না। শারীরিক এই প্রতিবন্ধকতা তাঁকে ঘরের ভিতর বন্দি করে রেখেছে — কিন্তু তাঁর মন কখনও থেমে থাকেনি।
advertisement
advertisement
সংসারে বাবা-মা অসুস্থ, আর সংসারের একমাত্র ভরসা সুদীপ নিজেই। কাজ করতে পারছেন না, তবু থেমে যাননি। একদিন হাতে মোবাইল তুলে নিয়ে শুরু করেন নিজের জীবনযাপন নিয়ে ভিডিও বানানো। নিজের নিত্যদিনের কষ্ট, ঘরের কাজ, রোগভোগ, ওষুধ খাওয়া, রান্নাবান্না — সবকিছু নিয়েই করেন ইউটিউব কন্টেন্ট তৈরি।
খুব দ্রুত সেই চ্যানেল নজর কেড়ে নেয় অনেক দর্শকের। সবাই দেখতে থাকে একজন প্রতিবন্ধী যুবকের সত্যিকারের লড়াই, তার হাসিমুখ, তার স্বপ্ন দেখা। ইউটিউব থেকেই আসতে শুরু করে ইনকাম। পরে তিনি ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও ভিডিও পোস্ট করতে শুরু করেন।
advertisement
আজ তাঁর কনটেন্টই আয়ের মূল উৎস। নিজের ও বাবা-মায়ের ওষুধের খরচ, খাবার-দাবার, দৈনন্দিন খরচ — সবই তিনি চালাচ্ছেন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আয় করে। শারীরিক প্রতিবন্ধকতা তাকে থামাতে পারেনি। অসুস্থ শরীর নিয়ে বিছানায় শুয়ে থেকেও কনটেন্ট বানান বন্ধ করেননি।
আরও পড়ুন- এসি চলবে, কিন্তু বিল আসবে ফ্যান চলার মতো! এসির ঘরে করতে হবে ‘ছোট্ট’ এই কাজ
অনেকে যেখানে দুঃখে ভেঙে পড়েন, সেখানে সুদীপের মত মানুষ দেখিয়ে দিয়েছেন, কী ভাবে সীমাবদ্ধতা জয় করে এগিয়ে যাওয়া যায়। আজ তিনি শুধু একজন সফল ইউটিউবার নন, হাজার হাজার মানুষের কাছে একজন অনুপ্রেরণা।
advertisement
তিনি প্রমাণ করেছেন — প্রতিবন্ধকতা জয় করা যায় ইচ্ছাশক্তি দিয়ে। তিনি বিশ্বাস করেন, একদিন হয়তো আবার পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। একটানা চিকিৎসা, ব্যথা, আর দৈনন্দিন কষ্টের মধ্যেও তিনি যে আলো দেখছেন, তা অনেক স্বাভাবিক মানুষকেও সাহস জোগাতে পারে। তিনি প্রমাণ করেছেন—প্রতিবন্ধকতা কোনও থামার কারণ নয়, বরং এক নতুন শুরু।
মদন মাইতি
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Medinipur News: দারিদ্র ছিল নিত্যসঙ্গী, তার পর বিরল রোগ! এগরার সেই ছেলে আজ সফল ইউটিউবার
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement