Sudden Disaster: শিশুর পর এবার মধ্যবয়স্ক, ঘরের মধ্যেই বৃষ্টির জমা জলে পড়ে ফের উত্তর ২৪ পরগণায় মৃত্যু!

Last Updated:

টানা বৃষ্টির জেরে জমা জলে পড়ে কয়েকদিন আগেই মৃত্যু হয়েছিল বিরাটির বছর পাঁচেকের শিশুর। এবার জমা জলে পড়ে মৃত্যু হল বারাসতের এক ব্যক্তির

নিয়ে যাওয়া হচ্ছে দেহ 
নিয়ে যাওয়া হচ্ছে দেহ 
বারাসত, উত্তর ২৪ পরগণা, রুদ্র নারায়ণ রায়: বিরাটির শিশুর পর এবার বারাসতের মধ্যবয়স্ক সায়ক চক্রবর্তী, ফের বৃষ্টির জমা জলে পড়ে জেলায় মৃত্যুর ঘটনা। বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বৃষ্টির তীব্রতা কমে যাওয়ার পরেও কেন বিভিন্ন এলাকায় জল জমে আছে তা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে।
টানা বৃষ্টির জেরে জমা জলে পড়ে কয়েকদিন আগেই মৃত্যু হয়েছিল বিরাটির বছর পাঁচেকের শিশুর। এবার জমা জলে পড়ে মৃত্যু হল বারাসতের এক ব্যক্তির। বৃষ্টির জেরে জলমগ্ন বারাসতের লোকনাথ সরণি এলাকা। সেখানেই মদ্যপ অবস্থায় জমা জলের মধ্যে ওই ব্যক্তি পড়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন। মৃতের নাম সায়ক চক্রবর্তী (৪০)। স্থানীয় সূত্রে খবর, বারাসতের লোকনাথ সরণি এলাকায় ব্যাপকভাবে জল জমে আছে। মানুষের ঘরের মধ্যেও কোমর সমান জল দাঁড়িয়ে। মঙ্গলবার রাতে ঘরের মধ্যেই কোমর সমান জমা জলে মুখ থুবড়ে লোকনাথবাবু পড়ে যান বলে স্থানীয়দের দাবি। এদিন সকালে স্থানীয়রা ওই ব্যক্তির দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
advertisement
আর‌ও পড়ুন: বন্যা চাইছে এই গ্রামের বাসিন্দারা! কারণ জানলে আর‌ও অবাক হবেন
খবর পেয়ে ছুটে আসে বারাসত থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে যেভাবে প্রায় অর্ধ-কিলোমিটার রাস্তা জমা জলের মধ্যে দিয়ে মৃতদেহ টেনে নিয়ে যাওয়া হয়েছে, তা দেখে আর‌ও ক্ষুব্ধ হয়ে ওঠেন ফানি ওরা। বাসিন্দাদের অভিযোগ, গত কয়েকদিন ধরে তাঁরা চরম জলযন্ত্রণা ভোগ করছেন। বারবার পুরসভা ও প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। কাউন্সিলর বারবার আশ্বাস দিলেও বাস্তবে কোনও কাজ হয়নি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই পরিস্থিতিতে এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ায় মানুষের অসন্তোষ বেড়েছে। স্থানীয়দের দাবি, ওই ব্যক্তি প্রতিদিন রাতে মদ্যপান করে বাড়ি আসতেন। কিন্তু কখনও কোনরকম দুর্ঘটনা ঘটেনি। তাই ঘরের মধ্যে জল জমে না থাকলে এমন একটি অবস্থা ঘটত না বলে তাঁদের দাবি। এখন দেখার, এই মৃত্যুর পরেও প্রশাসন কোন‌ও ব্যবস্থা গ্রহণ করে কিনা। বিষয়টি নিয়ে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sudden Disaster: শিশুর পর এবার মধ্যবয়স্ক, ঘরের মধ্যেই বৃষ্টির জমা জলে পড়ে ফের উত্তর ২৪ পরগণায় মৃত্যু!
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement