Success Story: সংসারে দারিদ্র, বাবা গরিব মাঝি, সমস্ত প্রতিকূলতাকে জয় করে WBCS-এ উত্তীর্ণ জলঙ্গির আরিফ
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:Pranab kumar Banerjee
Last Updated:
সমস্ত প্রতিকূলতাকে জয় করে অনন্য সাফল্য জলঙ্গির প্রত্যন্ত সীমান্ত এলাকার আরিফের! বাবা মাঝি। ছেলে আরিফ মণ্ডল WBCS ( ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নজর কাড়ল জেলাবাসীর। মুর্শিদাবাদের জলঙ্গির দয়ারামপুরের বাসিন্দা আরিফ মণ্ডলের WBCS পরীক্ষায় র্যাঙ্ক হয়েছে ২১
মুর্শিদাবাদ: সমস্ত প্রতিকূলতাকে জয় করে অনন্য সাফল্য জলঙ্গির প্রত্যন্ত সীমান্ত এলাকার আরিফের! বাবা মাঝি। ছেলে আরিফ মণ্ডল WBCS ( ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নজর কাড়ল জেলাবাসীর। মুর্শিদাবাদের জলঙ্গির দয়ারামপুরের বাসিন্দা আরিফ মণ্ডলের WBCS পরীক্ষায় র্যাঙ্ক হয়েছে ২১।
ছোট থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী আরিফ। বাবা কালু মণ্ডল মাঝির কাজ করেন। সংসারে বিত্যদিনের অভাব-অনটন। কোনওরকমে সংসার চলে। মা আফরোজা বিবি গৃহবধূ। সংসারে চরম আর্থিক প্রতিকূলতা থাকলেও ছেলের পড়াশোনায় কখনও বাধা আসতে দেননি স্বামী স্ত্রী দু’জনেই। ধার-দেনা করেও ছেলের পড়াশোনা চালিয়ে গিয়েছেন। আর তার পরিনতি মিলল হাতেনাতে।
বৃহস্পতিবার পরীক্ষার রেজাল্ট বার হতেই খুশির হাওয়া আরিফের পরিবারে। গর্বিত পরিবার-সহ গোটা গ্রামের বাসিন্দারা। খবর পাওয়ামাত্র আরিফ ও তার পরিবারকে জলঙ্গি থানায় ডেকে সংবর্ধনা জানালেন ডোমকল এসডিপিও শুভম বাজাজ-সহ জলঙ্গি থানার পুলিশ। আরিফ মণ্ডল জানান, ” প্রত্যন্ত গ্রাম্য এলাকায় মানুষ হয়ে ওঠা। গ্রামের মানুষদের সমস্যাগুলো খুব কাছে থেকে দেখেছি। সেইসব সমস্যা সমাধানে সাধারণ মানুষকে পরিষেবা দিতেই WBCS-এর পথ বেছে নেওয়া।” এসডিপিও শুভম বাজাজ জানান, আরিফ গোটা জেলার গর্ব। প্রত্যন্ত এলাকার ছেলে মেয়েদের কাছে অনুপ্রেরনা হয়ে উঠুক আরিফ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 09, 2025 5:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Success Story: সংসারে দারিদ্র, বাবা গরিব মাঝি, সমস্ত প্রতিকূলতাকে জয় করে WBCS-এ উত্তীর্ণ জলঙ্গির আরিফ