Success Story : ইউপিএসসিতে দেশে প্রথম, মুখ্যমন্ত্রীর কাছে থেকে এল শুভেচ্ছাবার্তা! আপ্লুত সিঞ্চনস্নিগ্ধ

Last Updated:

মুখ্যমন্ত্রী যেমন তাকে শুভেচ্ছা জানিয়েছেন, তেমনই আগামীদিনে কাজের মাধ্যমে বাংলার মুখ উজ্জ্বল করার বার্তা দিয়েছেন।

+
মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা হাতে সিঞ্চনস্নিগ্ধ অধিকারী।

আসানসোল, পশ্চিম বর্ধমান : ইউপিএসসির ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল সার্ভিসের পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হয়েছেন আসানসোলের সিঞ্চন স্নিগ্ধ অধিকারী। তার এই সাফল্যে বাংলার মুখ উজ্জ্বল হয়েছে। তাঁর এই সাফল্যে খুশি জেলার প্রত্যেকটি মানুষ। ছেলের সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবারের সদস্যরা। আর এসবের মধ্যেই মুখ্যমন্ত্রীর  শুভেচ্ছাবার্তা এল সিঞ্চন স্নিগ্ধ অধিকারীর কাছে।
হিরাপুর থানার আধিকারিকরা মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা নিয়ে হাজির হন সিঞ্চনের আসানসোলের বাড়িতে। মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পেয়ে দারুন খুশি স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসের পরীক্ষায় প্রথম স্থান অধিকারী সিঞ্চন। তিনি জানিয়েছেন, ‘‘সাফল্য এমনিতেই মধুর। তার মধ্যে মুখ্যমন্ত্রীর কাছে থেকে পাওয়া শুভেচ্ছা বার্তা  সাফল্যের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে।’’
মুখ্যমন্ত্রী একদিকে যেমন তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন, তেমনভাবেই আগামিদিনে কাজের মাধ্যমে বাংলার মুখ উজ্জ্বল করার বার্তাও দিয়েছেন।
advertisement
advertisement
সিঞ্চন স্নিগ্ধ অধিকারী আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী। বাড়ি আসানসোলের ইসমাইল এলাকায়।পরে কলকাতার আইএসআই থেকে তিনি স্ট্যাটিস্টিক্সে উপর স্নাতক হন এবং মাস্টার্স করেন। মোটামুটি স্বচ্ছল পরিবার। বাবা প্রদীপ অধিকারী আসানসোল মাইন্স বোর্ড অব হেলথের কর্মী। মা সুজাতাদেবী গৃহবধূ। আর এমন পরিবার থেকে উঠে এসেই বিশাল এই সাফল্য ছিনিয়ে নিয়েছেন সিঞ্চন স্নিগ্ধ অধিকারী।
advertisement
যদিও প্রথমবারেই আসেনি এই সাফল্য। দ্বিতীয়বার প্রচেষ্টার ফলে তিনি দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করতে পেরেছেন। প্রথমবার ব্যর্থ হওয়ার কারণ খুঁজে সেগুলি সংশোধন করার চেষ্টা করেছেন। আরও পরিশ্রম করেছেন। তাই সিঞ্চন স্নিগ্ধ অধিকারীর পরামর্শ, একবার ব্যর্থ হলে হতদ্যম হওয়ার কোনও কারণ নেই। ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের পরিকল্পনা করা উচিত। তাহলে সাফল্য আসবেই।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Success Story : ইউপিএসসিতে দেশে প্রথম, মুখ্যমন্ত্রীর কাছে থেকে এল শুভেচ্ছাবার্তা! আপ্লুত সিঞ্চনস্নিগ্ধ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement