প্রথম রবিবারে তারকা প্রচার- আসানসোলে রিকশায় মুনমুন, বাঁকুড়া নিয়ে নস্ট্যালজিক সুব্রত

Last Updated:
#আসানসোল: দশ বছর পর আবার বাঁকুড়ায় সুব্রত মুখোপাধ্যায়। নতুন কেন্দ্র আসানসোলে ভোট প্রচারের প্রথম দিনেই হার্টথ্রব মুনমুন সেন। ভোট বাংলার প্রথম রবিবারে দুই তারকার দুই প্রচার।
সত্যিই এখনও তিনি ‘সেনসেশনাল’। বাবুলের গড়ে এবার তিনি নতুন সেন। ভোট বাংলার প্রথম রবিবারে খনি শহরে শ্রীমতির দিন। চট করে জিনস বদলে গেল সবুজ শাড়িতে। কল্যাণেশ্বরীর আশীর্বাদ নিয়েই নেমে পড়লেন রাস্তায়। অভিনয়ের সময় তিনি এমন শট অনেক দিয়েছেন। কিন্তু এটা রিয়াল।
রাজনীতির আড্ডায় শোনা যাচ্ছে, গোষ্ঠীদ্বন্দ্ব থেকে ফোকাস ঘোরাতে এবার আসানসোলে মুনমুনকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। প্রথমদিন প্রচার শুরু করেই ২৩ মে-র দেওয়াল লিখন পড়ে দিচ্ছেন ঘাস-ফুলের প্রার্থী।
advertisement
advertisement
vlcsnap-2019-03-17-18h13m07s148
আসানসোলে যেমন রিল লাইফের তারকা। তেমনি বাঁকুড়ায় এবার রিয়াল লাইফের হিরো। কালো চশমায় এখন যেন তিনি বাংলার রাজনীতির সুপারস্টার। দশ বছর পর আবার লালমাটির দেশে সুব্রত মুখোপাধ্যায়। তিয়াত্তরেও তিনি তরুন তুর্কী। হেরে যাওয়া বাঁকুড়া এবার তাঁকে জিততেই হবে। বাইশ গজে নামার আগে তিনি আজ নস্ট্যালজিক।
advertisement
প্রথম দিনটা একটু দেখে নিতে চান সুব্রত। তাই দলীয় কর্মীদের নিয়ে ঝালিয়ে নিলেন তাঁর কৌশল। আসানসোলে কিন্তু উল্টো ছবি। টি-টোয়েন্টি খেলেই ভোটপ্রচার শুরু শ্রীমতি দেববর্মা মানে মুনমুন সেনের।
দেখুন ভিডিও-
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রথম রবিবারে তারকা প্রচার- আসানসোলে রিকশায় মুনমুন, বাঁকুড়া নিয়ে নস্ট্যালজিক সুব্রত
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement