Bankura News: বাউলের আঙ্গিক এবং ফিউসন! কী হতে চলেছে বাঁকুড়ায়

Last Updated:

বাউল গান বাংলার ঐতিহ্যবাহী লোকসংগীতের একটি অনন্য ধারা। এটি বাউল সম্প্রদায়ের নিজস্ব সাধনগীত। আবহমান বাংলার প্রকৃতি, মাটি আর মানুষের জীবন জিজ্ঞাসা একাত্ম হয়ে ফুটে ওঠে বাউল গানে। আরও ফুটে ওঠে সাম্য ও মানবতার বাণী।

+
বাউলের

বাউলের আঙ্গিক এবং ফিউসন! কী হতে চলেছে বাঁকুড়ায়

বাঁকুড়া: বাউল গান বাংলার ঐতিহ্যবাহী লোকসংগীতের একটি অনন্য ধারা। এটি বাউল সম্প্রদায়ের নিজস্ব সাধনগীত। আবহমান বাংলার প্রকৃতি, মাটি আর মানুষের জীবন জিজ্ঞাসা একাত্ম হয়ে ফুটে ওঠে বাউল গানে। আরও ফুটে ওঠে সাম্য ও মানবতার বাণী।
এ ধারাটি পুষ্ট হয়েছে পঞ্চদশ শতাব্দীর তান্ত্রিক বৌদ্ধ ধর্মের ভাব, রাধাকৃষ্ণবাদ, বৈষ্ণব সহজিয়া তত্ত্ব ও সুফি দর্শনের প্রভাবে। কোনও কোনও ইতিহাসবিদের মতে, বাউল মতের উদ্ভব সাতের শতকে।
advertisement
বাঁকুড়া এবং বীরভূম দুই জেলা বিখ্যাত তার বাউলের জন্য। তবে দুই জেলার আঙ্গিক আদান প্রদানের এক অনন্য উদ্যোগ জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের। যেখানে পাওয়া গেল বাঁধ ভাঙ্গা বাউল গান, এবং বাউল চর্চা।
advertisement
সারা বছর বাউল শিল্পীরা সরকারি প্রকল্পের প্রচারে গান গেয়ে থাকেন। সেই প্রকল্পগুলোতে আবেদন করা থেকে শুরু করে কী কী সুযোগ-সুবিধা রয়েছে, পুরোটাই গানের মাধ্যমে তুলে ধরা হয়। বাঁকুড়া, বিষ্ণুপুর এবং খাতড়া এই তিন মহকুমা মিলিয়ে রয়েছেন শতাধিক বাউল শিল্পী, যারা আঞ্চলিক ভাষায় সামাজিক বিভিন্ন বিষয় তুলে ধরছেন সাধারণ মানুষের কাছে। তাঁদের মধ্য থেকেই ৫০ জন বিশিষ্ট শিল্পী এবং বীরভূম থেকে দুই জন শিল্পী অংশগ্রহণ করেন গানের আঙ্গিক এবং প্রকল্পের খুঁটিনাটি বুঝতে।
advertisement
তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক গনেশ হাঁসদা বলেন, “তিন দিন ব্যাপী আঙ্গিক ভিত্তিক কর্মশালা চলবে। প্রশিক্ষক আসছেন বীরভূম থেকে। আলাপ আলোচনার মধ্যে দিয়ে নিজেদের অবস্থান উন্নতির প্রচেষ্টা করেছেন তাঁরা। এছাড়াও প্রকল্পের নানান খুঁটিনাটি বুঝিয়ে দেওয়া হল সকলকে।”
advertisement
ভারতবর্ষে এমন একটা দেশ যেখানে প্রতি ১০০ কিলোমিটার পরিবর্তন হয় ভাষার আঙ্গিক এবং সংস্কৃতি। পশ্চিমবঙ্গের বাউল শিল্পের উপরও সেই দূরত্বের প্রভাব পড়ে। পশ্চিমবঙ্গের রাঢ় বঙ্গকে বেছে নিলেই বোঝা যাবে যে, রাঢ় বঙ্গের বিভিন্ন অঞ্চলে বাউল শিল্পের আঙ্গিক ভিন্ন ভিন্ন। সেই কারণেই এই “ফিউসন” এবং এই আঙ্গিক আদান-প্রদান।
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: বাউলের আঙ্গিক এবং ফিউসন! কী হতে চলেছে বাঁকুড়ায়
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement