Bad Road: জঙ্গল-নর্দমা পেরিয়ে যেতে হচ্ছে স্কুল! জেলা সদরের রাস্তার হাল দেখলে চমকে উঠবেন
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Bad Road: এমন বেহাল রাস্তা দিয়ে চলাচল যেন দুঃস্বপ্নের কারণ হয়ে উঠেছে স্থানীয়দের কাছে। জল যন্ত্রণা সহ্য করেই পথ চলতে হচ্ছে সকলকে
উত্তর ২৪ পরগনা: জেলার সদর শহর বারাসত-১ ব্লকের ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের মণ্ডলগাথি এলাকার এই রাস্তা স্থানীয়দের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্কুল যাওয়ার জন্য ছোট ছোট পড়ুয়াদের ঢুকতে হচ্ছে মানুষ সমান জঙ্গলে। কোথাও আবার নর্দমার উপর দিয়ে হেঁটে তবে পেরতে হচ্ছে রাস্তা!
এমন বেহাল রাস্তা দিয়ে চলাচল যেন দুঃস্বপ্নের কারণ হয়ে উঠেছে স্থানীয়দের কাছে। জল যন্ত্রণা সহ্য করেই পথ চলতে হচ্ছে সকলকে। রাস্তার এক প্রান্তে ৩৫ নম্বর জাতীয় সড়ক, অপরপ্রান্তে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিকের দুটি বিদ্যালয়। এই রাস্তা ধরে প্রতিদিন কয়েকশো পড়ুয়াও যাতায়াত করে। কিন্তু বর্তমানে বৃষ্টির কারণে সেই রাস্তাই জল জমে ডোবার চেহারা নিয়েছে। যার ফলে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে, নিত্যযাত্রী সহ স্কুল পড়ুয়াদের। বহু সময় ঘটে যাচ্ছে ছোট বড় দুর্ঘটনাও। অবস্থা এমন জায়গায় দাঁড়িয়েছে যে, স্কুলে ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার ক্রমশ কমছে।
advertisement
advertisement
বিষয়টি নিয়ে প্রশাসনকে লিখিতভাবে জানানোর কথা জানিয়েছেন বামনগাছি ভোলানাথ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চন্দ্রানী ঘোষ দাস। তারপর আদৌ প্রশাসনের টনক নড়বে কিনা সেটাই প্রশ্ন গ্রামবাসীদের। সবমিলিয়ে এই পথ যন্ত্রণা আর সহ্য হচ্ছে না কারোর সকলেই চাইছেন দ্রুত সমস্যার সমাধান।
advertisement
রুদ্রনারায়ণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 26, 2024 4:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bad Road: জঙ্গল-নর্দমা পেরিয়ে যেতে হচ্ছে স্কুল! জেলা সদরের রাস্তার হাল দেখলে চমকে উঠবেন









