Jhargram News: ইনসুলিন, সর্পগন্ধারা রোজ স্কুলে এসে পড়াশোনা করছে! ঝাড়গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে অবাক কাণ্ড
- Published by:kaustav bhowmick
Last Updated:
ঝাড়গ্রামের বনপুরা প্রাথমিক বিদ্যালয়ে রোজ ক্লাস করছে ইনসুলিন, সর্পগন্ধা, রক্তচিতারা! ব্যাপারটা কী?
ঝাড়গ্রাম: ক্লাসের মাঝে অঙ্কের স্যার হয়ত বলে উঠলেন, 'ইনসুলিন বলো ২+২ কত হয়?' ঘাবড়ে না গিয়ে ইনসুলিন বলল, স্যার উত্তর হবে ৪। আবার বাংলার শিক্ষক হয়ত বললেন, 'সর্পগন্ধা উঠে দাঁড়াও, বলো আমাদের জাতীয় কবি কে?' সর্পগন্ধাও অমনি উঠে দাঁড়িয়ে বলল, স্যার ভারতবর্ষের জাতীয় কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর।
অবাক হচ্ছেন? কিন্তু সত্যিই ঝাড়গ্রামের বনপুরা প্রাথমিক বিদ্যালয়ে রোজ ক্লাস করছে ইনসুলিন, সর্পগন্ধা, রক্তচিতারা! ব্যাপারটা খোলসা করে বলা যাক। ২০১৫ সালে স্কুলের পাঠ্যক্রমে ভেষজ গাছ চাষ ও তার গুণাবলী অন্তর্ভুক্ত হয়। সেই বিষয়টাই চোখ খুলে দেয় এই স্কুলের প্রধান শিক্ষক রঞ্জিত কুমার সেনের। তিনি ঠিক করেন শুধু বই পড়ানো নয়, আমাদের শরীরের পক্ষে অত্যন্ত উপকারী এবং বর্তমানে বিলুপ্ত হতে বসা বিভিন্ন ভেষজ গাছ স্কুল প্রাঙ্গনেই চাষ করবেন। যেমন ভাবা তেমন কাজ। এরপর স্কুলের সহশিক্ষক ও ছাত্রছাত্রীদের সহযোগিতায় স্কুল প্রাঙ্গনে সর্পগন্ধা, ইনসুলিন, রক্তচিতা, পিপুল, তুলসির মত নানান ভেষজ গাছ লাগান। প্রায় ১৫০ টি এমনই প্রয়োজনীয় কিন্তু বিলুপ্তির মুখে দাঁড়িয়ে থাকা ভেষজ গাছ এই মুহূর্তে ওই স্কুলে আছে।
advertisement
advertisement
প্রতিদিন স্কুলে এসে স্যারদের সঙ্গে হাত লাগিয়ে ছাত্রছাত্রীরা ভেষজ গাছগুলির পরিচর্যা করে। অভিভাবকরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বিষয়টিতে ছোট ছোট ছেলেমেয়েদের আরও আগ্রহ বাড়াতে বিভিন্ন ভেষজ উদ্ভিদের নামে তাদের নামকরণ করা হয়েছে। তাই বর্তমানে ক্লাসে ছাত্র-ছাত্রীদের নির্দিষ্ট ভেষজ গাছের নামেই ডেকে থাকেন শিক্ষকরা। এতে ছাত্রছাত্রীরা যেমন খুশি তেমনই অলক্ষ্যেই ভেষজ গাছের নাম নিয়ে তাদের চর্চা তৈরি হয়ে যাচ্ছে।
advertisement
এই ভেষজ গাছগুলি থেকে মূলত আমাদের নানান অসুখের চিকিৎসার ওষুধ তৈরি হয়। প্রাচীন কাল থেকেই এগুলো শরীরের পক্ষে অত্যন্ত উপকারী। কিন্তু আমাদেরই অবিবেচক কাজকর্মের ফলে ক্রমশই অবলুপ্ত হয়ে যেতে বসেছে ইনসুলিন, সর্পগন্ধা, রক্তচিতারা। তাদের বাঁচিয়ে রাখতেই ঝাড়গ্রামের এই প্রত্যন্ত এলাকার প্রাথমিক স্কুলটি এক অসম লড়াই শুরু করেছে। যাতে প্রাথমিক পর্যায়ে যথেষ্ট ভালো ফল মিলছে।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 23, 2023 12:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: ইনসুলিন, সর্পগন্ধারা রোজ স্কুলে এসে পড়াশোনা করছে! ঝাড়গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে অবাক কাণ্ড