‘স্যার স্যার ও স্যার উই লাভ ইউ’- ঠিক এইরকমেরই সম্পর্ক, প্রধান শিক্ষককে বদলি করে দিতে চরম সিদ্ধান্ত নিল অভিভাবকরা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
নিয়মমাফিক শিক্ষা দফতর প্রধান শিক্ষক সুব্রত মুখোপাধ্যায়কে অন্যত্র বদলি করে দেন। সেই খবর পেয়ে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়তেই শুরু হয় এক নতুন বিতর্কের।
ভাটপাড়া: পশ্চিমবঙ্গের শিক্ষা নিয়ে যখন টানাপোড়েন চলছে আদালতে দাঁড়িয়ে শিক্ষককে বানান ভুলের জন্য চাকরি খোয়াতে হচ্ছে৷ শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বারেবারে, সামনে এসেছে শিক্ষক ছাত্রের মধ্যে সম্পর্কে দূরত্ব।
ঠিক তখনই এক অনন্য নজির দেখা গেল ভাটপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লীর রবীন্দ্রপল্লী প্রাথমিক বিদ্যালয়ে। নিয়মমাফিক শিক্ষা দফতর প্রধান শিক্ষক সুব্রত মুখোপাধ্যায়কে অন্যত্র বদলি করে দেন। সেই খবর পেয়ে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়তেই শুরু হয় এক নতুন বিতর্কের।
advertisement
advertisement
ছাত্র-ছাত্রীরা যেমন তাদের প্রিয় শিক্ষক সুব্রত স্যারকে ছাড়তে নারাজ পাশাপাশি অভিভাবকরাও প্রধান শিক্ষককে স্কুল থেকে যেতে দিতে নারাজ। অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের দাবি তারা কোনওভাবেই বরদাস্ত করবেন না প্রধান শিক্ষকের এই বদলি প্রধান শিক্ষক না থাকলে এই স্কুলে তারা আর পাঠাবেন না তাদের বাচ্চাদের।
প্রধান শিক্ষক অভিভাবকদের বোঝাবার চেষ্টা করেন এটা নিয়ম অনুযায়ী তাকে বদলি নিতেই হবে কিন্তু কোন কথা শুনতে রাজি নয় অভিভাবকরা অভিভাবকদের দাবি তারা স্কুলে বাচ্চা পাঠিয়ে নিশ্চিন্তে বাড়িতে কাজ করতে পারেন। তারা জানেন তাদের বাচ্চা সুরক্ষিত আছে এই শিক্ষকের হাতে। এরপরেও যদি শিক্ষককে বদলি করে দেওয়া হয় তাহলে তারা আন্দোলনে নামবেন। এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা ১২৪ জন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 17, 2023 7:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘স্যার স্যার ও স্যার উই লাভ ইউ’- ঠিক এইরকমেরই সম্পর্ক, প্রধান শিক্ষককে বদলি করে দিতে চরম সিদ্ধান্ত নিল অভিভাবকরা