Success Story: বাবা মাছ ব্যবসায়ী, পূর্বস্থলীর স্থানীয় স্কুলে পড়াশোনা করা ছাত্র গবেষণা করতে আমেরিকার পথে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Success Story: প্রতিকূলতা পেরিয়ে, পড়াশোনায় বড়সড় সাফল্য পেল পূর্ব বর্ধমান জেলার এক যুবক । এবার এই যুবক মফস্বল থেকে পাড়ি দেবে সোজা বিদেশের মাটিতে।
বনোয়ারীলাল চৌধুরী, পূর্ব বর্ধমান: পরিবারিক বহু প্রতিকূলতা পেরিয়ে, পড়াশোনায় বড় সাফল্য পেলেন পূর্ব বর্ধমান জেলার এক যুবক । মফস্বল থেকে তিনি পাড়ি দেবেন সোজা বিদেশের মাটিতে। কঠোর পরিশ্রম আর অধ্যবসায় এই যুবককে নিয়ে গেল সফলতার আরও এক ধাপে। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দু’নম্বর ব্লকের পারুলিয়া বাজার এলাকার বাসিন্দা ঋত্বিক হালদার। অতি সম্প্রতি তাঁর ডাক এসেছে সুদূর আমেরিকা থেকে। আমেরিকায় অর্গানিক কেমিস্ট্রি নিয়ে পিএইচডি করার সুযোগ পেয়েছেন তিনি এই সুযোগ পাওয়ার জন্য স্বভাবতই খুশি কেমিস্ট্রির এই ছাত্র।
ঋত্বিক জানিয়েছেন, বিদ্যালয় স্তরের পড়াশোনা প্রথমে স্থানীয় রায়দোগাছিয়া প্রাথমিক বিদ্যালয় এবং পরবর্তীতে পারুলিয়া কুলকামিনী উচ্চ বিদ্যালয়ে সম্পন্ন করেন ।পরবর্তীতে ঋত্বিক এক বছর পড়াশোনা করেন বেলুড় রামকৃষ্ণ বিদ্যামন্দিরে। এর পর উচ্চ শিক্ষার জন্য তিনি পাড়ি দেন ভিন রাজ্যে । এই প্রসঙ্গে ঋত্বিক জানান, গত পাঁচ বছর ধরে পুণায় পড়াশোনা করছেন। কেমিস্ট্রিতে সাম্মানিক স্নাতক হয়েছেন । শেষ অক্টোবর মাসে আমেরিকায় পিএইচডি করার জন্য আবেদন করেছে। কিছুদিন আগে তাঁর অফার লেটার এসেছে এমআইটি থেকে । তিনি অর্গানিক কেমিস্ট্রির উপর পিএইচডি করতে চলেছেন।
advertisement
গত অক্টোবর মাসে পিএইচডি করার জন্য আবেদন করেছিলেন ঋত্বিক হালদার । দীর্ঘ অপেক্ষার অবসানের পর এবার সেখান থেকেই ডাক এল তার। ঋত্বিকের বাবা পেশায় মাছ ব্যবসায়ী। অতীতে পারিবারিক নানা প্রতিকূলতা পেরিয়ে নিজের পড়াশোনা এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি। আজ সেই পড়াশোনাকে সঙ্গী করেই ঋত্বিক যাবেন আমেরিকা। স্বভাবতই ছেলের এই সাফল্যে খুশি ঋত্বিকের মা।
advertisement
advertisement
আরও পড়ুন : বাড়ির বাগানে বিশেষ কোণে রাখুন ফল ও ফুলের গাছ, সংসারে হু হু করে আসবে টাকা, নইলে ঘোর অনর্থ!
তিনি বলেন, “এর আগেও ঋত্বিক তিন,চার জায়গায় পি এইচ ডি করার সুযোগ পেয়েছে । কিন্তু এ বার এখানে যাবে । আমি চাই ঋত্বিক আরও বড় হোক এবং দেশের জন্য কাজ করুক । ছোট থেকেই ঋত্বিক বলত- আমি অনেক পড়াশোনা করব, আজ ও বড় জায়গায় পৌঁছেছে আমি খুব খুশি ।”
advertisement
কেমিস্ট্রি নিয়ে এই গবেষণা আগামী দিনে মানুষের কল্যাণে দরকার হবে বলে মত পূর্বস্থলীর ঋত্বিক হালদারের। তার স্বপ্ন আগামী দিনে বিজ্ঞানী বা অধ্যাপক হওয়ার। আর সেই ইচ্ছে নিয়েই এবার আমেরিকা পাড়ি দেবেন পূর্বস্থলীর ঋত্বিক হালদার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 27, 2024 1:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Success Story: বাবা মাছ ব্যবসায়ী, পূর্বস্থলীর স্থানীয় স্কুলে পড়াশোনা করা ছাত্র গবেষণা করতে আমেরিকার পথে