• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • মুর্শিদাবাদে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

মুর্শিদাবাদে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

representative image

representative image

মুর্শিদাবাদে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

 • Share this:

   #মুর্শিদাবাদ: বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু স্কুল ছাত্রীর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ফতেপুর গ্রামে। মৃতা ছাত্রীর নাম রিম্পা দাস।  ১২ বছরের রিম্পা বেসরকারি বাসে করে বড়ঞা চৈতপুর থেকে বড়ঞা আসছিল।

  খালাশির গাফিলতিতে বাসের সামনের দরজা খোলা ছিল। বাসে ভিড় থাকায় খোলা দরজার পাশেই দাঁড়িয়ে ছিল রিম্পা। হঠাৎ ব্রেক কষায়, টাল সামলাতে না পেরে, খোলা দরজা দিয়ে ছিটকে বাইরে পড়ে যায় রিম্পা। তারপরেই সব শেষ! মুহূর্তের মধ্যে বাসের পিছনের চাকা পেরিয়ে যায় তার উপর দিয়ে।  পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় রিম্পা দাসের। বাসটিকে আটক করেছে পুলিশ।

  আরও পড়ুন-বাঁকুড়ায় হাতির হামলা ! গুরুতর জখম ১ ব্যক্তি

  First published: