বাঁকুড়ায় হাতির হামলা ! গুরুতর জখম ১ ব্যক্তি
Last Updated:
বাঁকুড়ায় হাতির হামলা ! গুরুতর জখম ১ ব্যক্তি
#বাঁকুড়া: হাতির হামলায় গুরুতর জখম ১ ব্যক্তি! ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়ার খালাড়িতে। জানা গিয়েছে, পুকুরে মুখ ধুতে এসে আচমকাই তিনি একটি দলছুট হাতির সামনে এসে পড়েন। কী করবেন বুঝে ওঠার আগেই হাতিটি তাঁকে শুঁড় দিয়ে পেচিয়ে মাটিতে আছাড় মারে। স্থানীয় লোকেরা তাঁকে উদ্ধার করে বাঁকুড়া মেডিক্যাল কলেজে ভর্তি করেন। চিকিৎসক জানিয়েছেব, রোগীর পা ভেঙে গিয়েছে।
গতবছরের শেষের দিক থেকেই, হাতি-মানুষ সংঘাত ঠেকাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বনদফতর। যেমন, সাধারণত, ভুট্টা ও গমের লোভেই হাতি লোকালয়ে ঢোকে। কাজেই, বনবস্তি লাগোয়া এলাকায় ভুট্টা, গমের বদলে বিকল্প চাষ করা হোক। লেবু, লঙ্কা , পেঁপে চাষের পরামর্শ দেয় বনদফতর। জঙ্গলের ভিতরেই যদি হাতির জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা থাকে তা হলেই হাতি আর জঙ্গলের বাইরে আসবে না। সেই বিষয়েও নানা উদ্যোগ নিয়েছে বনদফতরের কর্মীরা। রাজ্যের যে-সমস্ত অঞ্চলে হাতির উৎপাত, সেখানে সচেতনতা শিবিরও করা হয়েছে।
advertisement
advertisement
Location :
First Published :
June 28, 2018 10:34 AM IST