Struggling Story: প্রতিদিন ১০ কিমি হাঁটলে তবে পেটে ভাত জোটে এই ব্যক্তির!

Last Updated:

Struggling Story: সকালে নাইলনের ব্যাগ হাতে বেরিয়ে পড়েন। এভাবেই বাজার-হাট, বাসস্টপ থেকে রেল স্টেশন সংলগ্ন এলাকায় ঘুরে বেড়ান তিনি

+
এক

এক হাতে ব্যাগ অন্য হাতে ব্রাশ সংসার চালাতে এই পথ বেছে নিয়েছে কালীপদ

হাওড়া: ঘুরে ঘুরে দেওয়ালে লিফলেট সাঁটানোই পেশা কালীপদর। এক সময় বাসে কন্ডাক্টরি করতেন। সেই কাজ হারিয়ে বর্তমানে এটাই তাঁর পেশা। গত ৩০ বছর ধরে এইভাবেই দেওয়ালে লিফলেটহ পোস্টার সাঁটিয়ে রুটি-রুজি জোগাড় করছেন হাওড়ার কালিপদ নিয়োগী।
সকালে নাইলনের ব্যাগ হাতে বেরিয়ে পড়েন। এভাবেই বাজার-হাট, বাসস্টপ থেকে রেল স্টেশন সংলগ্ন এলাকায় ঘুরে বেড়ান তিনি। রোগা ছিপছিপে গড়নের এক মাঝ বয়সী মানুষ কালীপদ। এক হাতে থাকে তিন থেকে চার ইঞ্চি চওড়া একটা ব্রাশ, অন্য হাতে ব্যাগের মধ্যে কাগজের লিফলেট এবং আঠার কৌটো। সকালে ঘুম ভাঙলেই ময়দা এবং অ্যারারুটের মিশ্রণের আঠা তৈরি করেন। এরপরই বাড়ি থেকে বেরিয়ে পড়া। রোদ-বৃষ্টি উপেক্ষা করেই নির্ধারিত রুটে বেড়িয়ে পড়েন। প্রতিদিন ৫-১০ কিমি পথ হেঁটে দেওয়ালে দেওয়ালে পোস্টার ও লিফলেট সাঁটিয়ে দিনশেষে বাড়ি ফেরেন।
advertisement
advertisement
তবে এই বর্ষাকালের সময় সেভাবে কাজের বরাত থাকে না। এই সময় বৃষ্টিতে ভেজা দেওয়ালে পোস্টারে কাগজের বিজ্ঞাপন সাঁটানো যায় না। এমনিতে কাজ হলেও রোজগার খুব একটা নয়। ফলে বর্ষাকালে প্রায় ঘরে হাঁড়ি না চড়ার মত অবস্থা তৈরি হয় কালীপদর। সারাদিন কাজ করে ৫০০-৬০০ কাগজ সাঁটাতে পারলে হাতে মেলে বড়জোর ২০০-২৫০ টাকা। এইভাবেই জীবন যুদ্ধে কোনরকমের টিকে আছেন মাঝবয়সী মানুষটি।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Struggling Story: প্রতিদিন ১০ কিমি হাঁটলে তবে পেটে ভাত জোটে এই ব্যক্তির!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement