#বর্ধমান: রীতিমতো তান্ডবই বলা চলে। এলাকার বাসিন্দাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল একটি কুকুর। শিশু মাঝবয়সি বৃদ্ধ মহিলা কাউকেই সে রেয়াত করেনি। নাগালের মধ্যে যাকে পেয়েছে ক্ষতবিক্ষত করেছে তাকেই। কুকুরে কামড়ানোর পর চিকিৎসা করাতে হাসপাতালে এক রকম জখম ব্যক্তিদের লাইন লেগে যায়। তারপর কী হল সেই কুকুরের?
এরপর বাজার এলাকায় যাকেই নাগালের মধ্যে পেয়েছে, ছুটে গিয়ে তাদেরই কামড়ে ক্ষত বিক্ষত করেছে। কিছু সময়ের মধ্যেই অন্তত চল্লিশ জনকে কামড়েছে কুকুরটি। এর ফলে এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। কুকুরটির হামলা থেকে বাঁচতে রাস্তায় লোক চলাচল এক রকম বন্ধ হয়ে যায়। এরপর বাসিন্দারা একজোট হয়ে কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে। কুকুরের কামড়ে জখম হনসাজিনা বিবি, শিপ্রা দাস। মন্তেশ্বর ব্লক হাসপাতালে তাঁরা চিকিৎসা করাতে গিয়েছিলেন। দুজনেই বললেন, ''বাজার যাচ্ছিলাম। ছুটে এসে কুকুরটা পায়ে কামড়ে দিল। পালানোর চেষ্টা করেছিলাম। কিন্তু তাতেও রেহাই পাইনি। এখন ইঞ্জেকশন নিতে হবে। কতদিন যে ভোগান্তি পোহাতে হবে কে জানে।''
আরও পড়ুন: 'তৃণমূলে ফিরবেন শুভেন্দু অধিকারী'! এবার বিস্ফোরক অভিযোগে সরব 'আদি' BJP নেতা
এলাকার বাসিন্দারা জানান, কুকুরটি কারও বাড়ির পোষা নয়। রাস্তাতেই অন্যান্য কুকুরের সঙ্গে বেড়ে উঠেছিল। এরকম অস্বাভাবিক আচরণ করতে আগে কখনও দেখা যায়নি। কিন্তু এদিন সকাল থেকেই সে যেন আতঙ্কের আর এক নাম হয়ে উঠেছিল। তার পাশ দিয়ে যাওয়া কোনও শিশু পুরুষ মহিলাই কামড় থেকে রেহাই পায়নি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bardhaman, Street Dog