Bardhaman News: ভয়ংকর কাণ্ড, কয়েক মিনিটে ৪০ জনকে কামড়ে রক্তাক্ত করল পথকুকুর! তুমুল আতঙ্ক

Last Updated:

Bardhaman News: কী কান্ড! একটা কুকুর কয়েক মিনিটে কামড়ালো চল্লিশ জনকে! পূর্ব বর্ধমানের ঘটনায় প্রবল আতঙ্ক।

প্রবল আতঙ্ক এলাকায়
প্রবল আতঙ্ক এলাকায়
#বর্ধমান: রীতিমতো তান্ডবই বলা চলে। এলাকার বাসিন্দাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল একটি কুকুর। শিশু মাঝবয়সি বৃদ্ধ মহিলা  কাউকেই সে রেয়াত করেনি। নাগালের মধ্যে যাকে পেয়েছে ক্ষতবিক্ষত করেছে তাকেই। কুকুরে কামড়ানোর পর চিকিৎসা করাতে হাসপাতালে এক রকম জখম ব্যক্তিদের লাইন লেগে যায়। তারপর কী হল সেই কুকুরের?
সাত সকালে একটি পাগল কুকুরের কামড়ে জখম হলেন প্রায়  চল্লিশ জন। বুধবার সকালে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের পুটশুড়ি বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। কুকুরটির হামলা থেকে বাঁচতে কিছু সময়ের জন্য রাস্তায় লোক চলাচল এক রকম বন্ধ হয়ে যায়।
বাসিন্দারা জানান, এমনিতে কুকুরটা যে এমন হিংস্র হয়ে উঠবে তা আগাম টের পাওয়া যায়নি। সকাল সাতটা নাগাদ কয়েকটি শিশু দল বেঁধে টিউশন পড়তে যাচ্ছিল। প্রথমে কুকুরটি তাদের টার্গেট করে। সেই শুরু...
advertisement
advertisement
এরপর বাজার এলাকায় যাকেই নাগালের মধ্যে পেয়েছে, ছুটে গিয়ে তাদেরই কামড়ে ক্ষত বিক্ষত করেছে। কিছু সময়ের মধ্যেই অন্তত চল্লিশ জনকে কামড়েছে কুকুরটি। এর ফলে এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। কুকুরটির হামলা থেকে বাঁচতে রাস্তায় লোক চলাচল এক রকম বন্ধ হয়ে যায়। এরপর বাসিন্দারা একজোট হয়ে কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে। কুকুরের কামড়ে জখম হনসাজিনা বিবি, শিপ্রা দাস। মন্তেশ্বর ব্লক হাসপাতালে তাঁরা চিকিৎসা করাতে গিয়েছিলেন। দুজনেই বললেন, ''বাজার যাচ্ছিলাম। ছুটে এসে কুকুরটা পায়ে কামড়ে দিল। পালানোর চেষ্টা করেছিলাম। কিন্তু তাতেও রেহাই পাইনি। এখন ইঞ্জেকশন নিতে হবে। কতদিন যে ভোগান্তি পোহাতে হবে কে জানে।''
advertisement
এলাকার বাসিন্দারা জানান, কুকুরটি কারও বাড়ির পোষা নয়। রাস্তাতেই অন্যান্য কুকুরের  সঙ্গে বেড়ে উঠেছিল। এরকম অস্বাভাবিক আচরণ করতে আগে কখনও দেখা যায়নি। কিন্তু এদিন সকাল থেকেই সে যেন আতঙ্কের আর এক নাম হয়ে উঠেছিল। তার পাশ দিয়ে যাওয়া কোনও শিশু পুরুষ মহিলাই  কামড় থেকে রেহাই পায়নি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman News: ভয়ংকর কাণ্ড, কয়েক মিনিটে ৪০ জনকে কামড়ে রক্তাক্ত করল পথকুকুর! তুমুল আতঙ্ক
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement