Dog Bites School Girl: এক কামড়ে শিশুর নাক-মুখ খুবলে নিল রাস্তার কুকুর!

Last Updated:

শুধু ওই শিশু নয়, শিশুকে বাঁচাতে গিয়ে ওই কুকুরের কামড়ে আরও একজন জখম হয়েছে।

মহিষাদল: ভয়ঙ্কর ঘটনা! প্রকাশ্য রাস্তায় গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে সাত বছরের এক শিশুর নাক মুখ নৃশংস ভাবে খুবলে নিল রাস্তার কুকুর। কুকুরটির মানসিক অবস্থা স্থিতিশীল নয় বলেই জানিয়েছেন স্থানীয়রা৷ রক্তাক্ত অবস্থায় গুরুতর জখম ওই শিশুকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে শুধু ওই শিশু নয়, শিশুকে বাঁচাতে গিয়ে ওই কুকুরের কামড়ে আরও একজন জখম হয়েছে। ঘটনাটি ঘটেছে মহিষাদলে।
জানা গিয়েছে, মহিষাদলের ঘাগরা এলাকায় রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকাই অন্বেষা জানা নামে ক্লাস টু-এর এক ছাত্রীর উপর একটি কুকুর ঝাঁপিয়ে পড়ে৷ এরপরই কুকুরটি কামড়াতে থাকে শিশুকে। শিশুটির নাক মুখের মাংস খুবলেও নেয় কুকুরটি। রাস্তার উপর ফেলে নৃশংস ভাবেই কুকুরটি শিশুটিকে কামড়াতে থাকে। কুকুরের হাত থেকে আক্রান্ত শিশুকে বাঁচানোর চেষ্টা করন এক স্থানীয় ব্যাক্তি৷ স্থানীয় বাসিন্দাও আক্রান্ত হন কুকুরের কামড়ে।
advertisement
advertisement
এরপর শিশুটিকে ছেড়ে কুকুরটি আরও একজনের পায়ে কামড় দিয়ে মাংস খুবলে নেয় বলে জানিয়েছেন আশপাশের মানুষ। আহত অবস্থায় ওই শিশুকে প্রথমে স্থানীয় বাসুলিয়া গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয়৷ তারপর সেখান থেকে পরে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। গোটা ঘটনায় মহিষাদল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওই কুকুরের দাপাদাপি ঘিরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dog Bites School Girl: এক কামড়ে শিশুর নাক-মুখ খুবলে নিল রাস্তার কুকুর!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement