East Bardhaman News: পূর্ব বর্ধমানে সবজি চাষে ঝড়ের ধাক্কা, বাজারে প্রভাবের আশঙ্কা!
- Published by:Sovan Goswami
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
হঠাৎ করে হওয়া এক প্রবল ঝড়ে সেই সবজি চাষেই নেমে এল কাল ছায়া। চাষির মুখে ভর করল অনিশ্চয়তা আর হতাশা।
পূর্ব বর্ধমান : সবজি চাষের জন্য গোটা রাজ্যে পরিচিত পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এলাকা। পটল, পেঁপে, বেগুন, লঙ্কা সহ নানান ধরনের সবজি চাষ হয় এই অঞ্চলে। এখানকার উৎপাদিত সবজি শুধু কলকাতা ও রাজ্যের বিভিন্ন বাজারেই নয়, পৌঁছে যায় ভিন রাজ্যেও। অথচ, হঠাৎ করে হওয়া এক প্রবল ঝড়ে সেই সবজি চাষেই নেমে এল কাল ছায়া। চাষির মুখে ভর করল অনিশ্চয়তা আর হতাশা। তীব্র ঝড়ে প্রায় গোটা পূর্বস্থলী এলাকার বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে বিশেষভাবে প্রভাব পড়েছে কালেখাতলা এক নম্বর পঞ্চায়েতের বিশ্বরম্ভা গ্রামে। এই গ্রামের একাধিক পটলের মাচা ও পেঁপে গাছ ঝড়ে ভেঙে পড়ে গেছে।
অনেক ক্ষেতেই গাছ উপড়ে পড়েছে গোড়াসুদ্ধ, ফলে সবজির সঙ্গে সঙ্গে চাষের পরিকাঠামোও ধ্বংস হয়েছে। বিশ্বরম্ভা গ্রামের চাষি রণ দাস বলেন, “ঝড়ের দাপটে আমার পটলের সব মাচা ভেঙে গেছে। পাশাপাশি বেশ কয়েকটি পেঁপে গাছও উপড়ে পড়েছে। ফলত বড় ক্ষতির মুখে পড়েছি। সরকার যদি দ্রুত সাহায্য না করে, তাহলে সবজি চাষে ঘুরে দাঁড়ান অসম্ভব হয়ে পড়বে।” তবে এই পরিস্থিতি শুধু রণবাবুর একার নয়, বিশ্বরম্ভা থেকে শুরু করে গোটা পূর্বস্থলী জুড়েই চাষিদের কপালে চিন্তার ভাঁজ। ঝড়ের ফলে অনেক ক্ষেতেই মাটিতে লুটিয়ে পড়েছে সবজি, যার ফলে তা আর বাজারে তোলার উপযোগী নেই। অনেক চাষিই জানান, তাঁরা ব্যাংক থেকে ঋণ নিয়ে চাষ করেছেন, এখন ফলন না পেলে ঋণ শোধ করাও অসম্ভব হয়ে দাঁড়াবে। চাষিদের দাবি, এই পরিস্থিতিতে সরকারি হস্তক্ষেপ ছাড়া কোনও ভাবেই ক্ষয়ক্ষতি সামাল দেওয়া সম্ভব নয়। তাঁরা দ্রুত ক্ষতিপূরণ এবং সার্বিক সহায়তার আবেদন জানিয়েছেন।
advertisement
advertisement
স্থানীয় ব্লক প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি নজরে রাখা হয়েছে বলে খবর। পেঁপে চাষি বিশ্বজিৎ দাস বলেন, বাজারে দাম ভাল আছে , কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়ে গেল। গাছও মনে অনেকগুলোই মরে যাবে। কোনও রকমে যাতে বাঁচান যায় সেই ব্যবস্থায় করছি। উল্লেখ্য, পূর্বস্থলী বরাবরই রাজ্যের অন্যতম সবজি উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত। এখানকার পটল, পেঁপে, টমেটো, ঝিঙে, কুমড়ো সহ নানা ধরনের সবজির উপর নির্ভর করে হাজার হাজার কৃষক পরিবার। তবে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঘটনা পর পর ঘটতে থাকলে পূর্বস্থলীর কৃষি অর্থনীতিই বড় ধাক্কা খাবে বলে আশঙ্কা করছেন অনেকে। পাশাপাশি এর প্রভাব পড়তে পারে রাজ্যের বাজারেও।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
উৎপাদন কমে গেলে সরবরাহ কমবে, যার সরাসরি প্রভাব পড়বে দামেও। এই মুহূর্তে চাষিদের একটাই আর্জি, প্রশাসন যেন পাশে দাঁড়ায়, সাহায্যের হাত বাড়ায়, যাতে আগামী দিনের চাষে তাঁরা আবার সাহস সঞ্চয় করতে পারেন। পূর্ব বর্ধমান জেলা হর্টিকালচার সূত্রে জানা গিয়েছে, সবজি চাষে ক্ষতির জন্য কোনও প্রকল্প নেই। তবে হাইব্রিড সবজির বীজ আসবে এবং তা জেলার প্রত্যেকটা ব্লকে পৌঁছে যাবে। যে সকল চাষির বেশি ক্ষতি হয়েছে তাঁদের দেওয়া হবে। তবে ক্ষতিগ্রস্ত চাষিরা নতুন করে আবেদন জানালে তাঁদের নিয়ে ভাবা হবে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 15, 2025 3:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: পূর্ব বর্ধমানে সবজি চাষে ঝড়ের ধাক্কা, বাজারে প্রভাবের আশঙ্কা!