Murshidabad News: নতুন পোশাক পরে লাঠিখেলায় মাতলেন 'ঘোষেরা'! কারণ জানলে বিস্মিত হবেন
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
পূর্বপুরুষের খেলা অনুযায়ী শুয়োর মারা ও লাঠি খেলা অনুষ্ঠিত হয়। এই খেলা দেখার জন্য আশেপাশের এলাকা থেকে জমায়েত হয় বহু মানুষ
মুর্শিদাবাদ: লাঠি খেলা অনেক রকমের হয়। সাধারণত দৈহিক কসরতের লাঠিখেলা বাদে আমরা মহরমের লাঠি খেলাকে বুঝে থাকি। কিন্তু গোবর্ধন পুজোতেও যে লাঠি খেলা হয় এটা আপনি জানতেন? মুর্শিদাবাদে এই লাঠি খেলা দেখলে চমকে উঠবেন।
প্রত্যেক বছরের মত এবারও গোবর্ধন পুজো উপলক্ষে লাঠি খেলায় মাতল বড় বাথান ও ছোট বাথান এলাকার মানুষ। পুরান মতে, দেবরাজ ইন্দ্রের রোষ থেকে বৃন্দাবনবাসীকে বাঁচাতে ছোট্ট শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন পাহাড়কে করে আঙুলের ডগায় তুলে নিয়েছিলেন। তার তলায় আশ্রয় নিয়ে প্রাণ বেঁচেছিল বৃন্দাবনের মানুষের। সেই ঘটনাকে স্মরণ করে প্রতিবছর হয় গোবর্ধন পুজো।
advertisement
advertisement
মুর্শিদাবাদের নবগ্রামে প্রতিবছর ঘটা করে গোবর্ধন পুজো হয়। কালী পুজোর দু’দিন পর এই গোবর্ধন পুজোর আয়োজন করা হয়। গোবর্ধন পুজোর পর ঘোষ সম্প্রদায়ের মানুষ অর্থাৎ গোয়ালারা তাদের গরু-মোষদের স্নান করিয়ে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসে। তারপর সেখানে পূর্বপুরুষের খেলা অনুযায়ী শুয়োর মারা ও লাঠি খেলা অনুষ্ঠিত হয়। এই খেলা দেখার জন্য আশেপাশের এলাকা থেকে জমায়েত হয় বহু মানুষ। গোবর্ধন পুজো উপলক্ষে এলাকার গোয়ালারা নতুন পোশাক পরেন, সুন্দর করে সাজানো হয় গরু ও মোষকে। এই দিন গ্রামের সবাই নিরামিষ খান।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 16, 2023 2:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: নতুন পোশাক পরে লাঠিখেলায় মাতলেন 'ঘোষেরা'! কারণ জানলে বিস্মিত হবেন
