STF: বীরভূমে STF-এর অভিযান, গ্রেফতার ভুয়ো সরকারি নথি তৈরি চক্রের দুই পাণ্ডা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
সোমবার গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বীরভূম থেকে দু'জনকে গ্রেফতার করে
বীরভূম: জাল নথি তৈরি করতে গিয়ে এসটিএফ-এর হাতে গ্রেফতার ২। সোমবার গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বীরভূম থেকে দু’জনকে গ্রেফতার করে। এই চক্রটি প্রতারণামূলক উদ্দেশ্যে ভুয়ো সরকারি নথি তৈরির সঙ্গে জড়িত ছিল। বীরভূম জেলা থেকে দুই মূল অভিযুক্ত শেখ মিরাজ হোসেন (২১) ও আবদুল কুদ্দুস ওরফে মুন্না (৩০) কে গ্রেফতার করা হয়েছে। পুলিশি অভিযানে বিপুল পরিমাণ ভুয়ো সরকারি নথি এবং ডিজিটাল সরঞ্জাম উদ্ধার হয়েছে। রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের মতো নথিও। ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বেঙ্গল এসটিএফ। ধৃত দুজনকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে।
এসটিএফ জানিয়েছে, ধৃতরা আন্তঃরাজ্যভিত্তিক জাল নথি তৈরির সুসংগঠিত চক্রের সঙ্গে যুক্ত। মূলত প্রতারণার উদ্দেশে ভুয়ো আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড-সহ বিভিন্ন সরকারি নথিপত্র তৈরি করত এই চক্র। পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরা করে গোটা চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত? জাল নথি দিয়ে ঠিক কী ধরনের প্রতারণা চালানো হচ্ছিল? তা জানার চেষ্টা করছে এসটিএফ। অন্য রাজ্যের সঙ্গে এই চক্রের কোনও যোগ আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
চলতি বছর জানুয়ারি মাসেই জাল আধার কার্ড তৈরির একটি চক্রের তিন জনকে গ্রেফতার করে মুর্শিদাবাদ পুলিশ। মুর্শিদাবাদের সুতি থানা এলাকায় একটি ঘরে হানা দিয়ে প্রচুর আধার কার্ড, ল্যাপটপ, প্রিন্টার, আঙুলের ছাপ স্ক্যান করার যন্ত্র, চোখের মণি স্ক্যান করার যন্ত্র, কি-প্যাড, মাউস বাজেয়াপ্ত করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় প্রচুর নথি।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 15, 2025 3:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
STF: বীরভূমে STF-এর অভিযান, গ্রেফতার ভুয়ো সরকারি নথি তৈরি চক্রের দুই পাণ্ডা