North 24 Parganas News: সীমান্তের গ্রামগুলিতে নিরাপত্তার সঙ্গে সৌন্দর্যায়ন, বসল অত্যাধুনিক বাতিস্তম্ভ
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
সীমান্তের সেই নিরাপত্তাকে আরো ত্বরান্বিত করতে এবার সীমান্তবর্তী এলাকায় বসলো এলইডি বাতিস্তম্ভ। বসিরহাট মহকুমার বসিরহাট ১নং ব্লকের নিমদাঁড়িয়া-কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের শাঁকচূড়া, বাগুন্ডি, নিমদাঁড়িয়া, কোদালিয়া, পাতিলাচন্দ্র এলাকায়।
জুলফিকার মোল্যা, উত্তর ২৪ পরগনা: সীমান্তের গ্রামগুলিতে নিরাপত্তার সঙ্গে সৌন্দর্যায়ন, বসল অত্যাধুনিক বাতিস্তম্ভ। বাংলাদেশের অচলাবস্থার মধ্যে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যে ভারতের সঙ্গে বাংলাদেশের মধ্যে সীমান্ত গুলিতে নিরাপত্তা আরও জোরদার করেছে। একাধিক সীমান্তে একদিকে যেমন বাড়ানো হয়েছে বিএসএফের সংখ্যা। অন্যদিকে রাজ্যের তরফে বেড়েছে পুলিশি টহলও। সীমান্তকে সুরক্ষিত করতে রাজ্য ও কেন্দ্রের তৎপরতা রীতিমত চোখে পড়েছে। সীমান্তের সেই নিরাপত্তাকে আরো ত্বরান্বিত করতে এবার সীমান্তবর্তী এলাকায় বসলো এলইডি বাতিস্তম্ভ। বসিরহাট মহকুমার বসিরহাট ১নং ব্লকের নিমদাঁড়িয়া-কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের শাঁকচূড়া, বাগুন্ডি, নিমদাঁড়িয়া, কোদালিয়া, পাতিলা চন্দ্র ও গুলাইচণ্ডী সহ বিস্তীর্ণ ১০ কিলোমিটার এলাকার ১৬টি গ্রামের পাশাপাশি রাজ্য সড়ক ২ (টাকি রোড) এ এবার বসলো অত্যাধুনিক এলইডি বাতিস্তম্ভ। বসিরহাটের প্রাক্তন সংসদ হাজী শেখ নুরুল ইসলামের সাংসদ তহবিল, বসিরহাট দক্ষিণের বিধায়ক তহবিল ও নিমদাঁড়িয়া-কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের তহবিল থেকে মোট ৫৪ লক্ষ টাকা ব্যয়ে সীমান্তবর্তী এলাকায় ১৯৫টি বাতিস্তম্ভের সূচনা হলো। শাঁকচূড়া বাজারে এদিনের এই বাতিস্তম্ভ বসানো হয়। জাতীয় নিরাপত্তার পাশাপাশি এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তায় পর্যাপ্ত আলোর। সেই দাবি মতো এদিনের এই আলোকস্তম্ভ গুলি সূচনা হওয়ায় যথেষ্টই খুশির হাওয়া স্থানীয়দের মধ্যে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 09, 2025 6:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: সীমান্তের গ্রামগুলিতে নিরাপত্তার সঙ্গে সৌন্দর্যায়ন, বসল অত্যাধুনিক বাতিস্তম্ভ