#EgiyeBangla: আদিবাসী মহিলাদের উন্নয়নে উদ্যোগী রাজ্য সরকার– News18 Bengali

#EgiyeBangla: আদিবাসী মহিলাদের উন্নয়নে উদ্যোগী রাজ্য সরকার

News18 Bangla
Updated:Feb 10, 2019 11:13 AM IST
#EgiyeBangla: আদিবাসী মহিলাদের উন্নয়নে উদ্যোগী রাজ্য সরকার
Photo: News 18 Network
News18 Bangla
Updated:Feb 10, 2019 11:13 AM IST

#রায়গঞ্জ: আদিবাসীদের উন্নয়নে উদ্যোগী রাজ্য সরকার। উত্তর দিনাজপুরে আদিবাসী মহিলাদের সেলাইয়ের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পরে টেলারিং-এর ব্যবসার জন্য সেলাই মেশিনও দেবে পুলিশ-প্রশাসন। আদিবাসী যুবককে ড্রাইভারের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়াও আদিবাসী পড়ুয়াদেরও বিভিন্নভাবে সাহায্য করছে পুলিশ-প্রশাসন।

উত্তর দিনাজপুর জেলা পুলিশ ও প্রশাসনের লক্ষ্য প্রগতি। আর প্রগতির মাধ্যমে জেলার তপশিলী ও আদিবাসী মহিলা ও পুরুষদের সাহায্য করা হচ্ছে। মহিলাদের দেওয়া হচ্ছে সেলাইয়ের প্রশিক্ষণ। মহিলারা প্রশিক্ষিত হওয়ার পর নিজেরা টেলারিংয়ের ব্যবসা শুরু করতে চাইলেও পাশে দাঁড়াবে প্রশাসন। দেওয়া হবে সেলাই মেশিন। সম্প্রতি রায়গঞ্জ রবীন্দ্র ভবনে আদিবাসী মহিলাদের জন্য সেলাই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন হল। আদিবাসী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করে তোলার উদ্যোগ নিল উত্তর দিনাজপুর জেলা পুলিশ ও প্রশাসন।

মহিলাদের সেলাই প্রশিক্ষণ

- উত্তর দিনাজপুরের ৫০০ আদিবাসী মহিলাকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷

- আগামী ৬০ দিন মহিলাদের সেলাই প্রশিক্ষণ দেওয়া হবে ৷

পুলিশ-প্রশাসনের উদ্যোগে খুশি আদিবাসী মহিলারা। শুধু মহিলাদেরই নয়, আদিবাসী যুবক ও পড়ুয়াদেরও স্বনির্ভরতার লক্ষ্যে এগিয়েছে পুলিশ-প্রশাসন।

Loading...

আদিবাসী উন্নয়নে উদ্যোগ--->

- ৩৭০ আদিবাসী পড়ুয়াকে সরকারি চাকরির পরীক্ষায় বসার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে

- শনি ও রবিবার বিশেষ কোচিং-এর ব্যবস্থা করা হয়েছে

- ৬০ আদিবাসী যুবককে ড্রাইভারের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে

- গতিধারা প্রকল্পে আদিবাসী যুবকদের গাড়ি কেনার জন্য ঋণও দেওয়া হবে

প্রগতি মানে আরও এগিয়ে যাওয়া.. ভবিষ্যতের প্রগতির রাস্তায় হাঁটছেন আদিবাসীরা। হাত ধরেছে পুলিশ-প্রশাসন।

First published: 11:13:44 AM Feb 10, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर