শ্রীরামকৃষ্ণের ১৮৫তম জন্মতিথি, কামারপুকুরে ৪ দিনের জন্মতিথি উৎসব
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
যত মত, তত পথ। আজকের অশান্ত সময়ে শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্নয়ের বার্তা যেন আরও প্রসঙ্গিক।
#কামারপুকুর: শ্রীরামকৃষ্ণের একশো পঁচাশিতম জন্মতিথিতে জমজমাট হুগলির কামারপুকুর। কাকভোরে মঙ্গলারতি, বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু চারদিনের উৎসব। দিনভর নানা অনুষ্ঠান। সন্ধেয় ঠাকুরের প্রিয় যাত্রার আসর। প্রসাদে -ধর্মকথায় রামকৃষ্ণদেবের আদর্শ স্মরণ দিনভর।
ঠাকুরের এবার একশো পঁচাশিতম জন্মতিথি । রামকৃষ্ণদেবের বাড়ি, মন্দির জুড়ে রংবেরঙের আলো। বাহারি ফুলের সাজ। ভোরে মঙ্গলারতি। তারপর দিনভর নানা অনুষ্ঠান। প্রভাতফেরির পর রঙিন শোভাযাত্রায় অংশ নেন অসংখ্য মানুষ। সকলের জন্য ছিল খিচুড়ি ভোগ। সঙ্গে বাঁধাকপির তরকারি, চাটনি আর পায়েস।

advertisement
সারাদিন চলে স্তোত্রপাঠ। সঙ্গে বিশেষ পুজার্চনা। ঠাকুরের জীবনী নিয়ে আলোচনায় ঘুরে-ফিরে তাঁর নানা বাণী। সন্ধে ঠাকুরের প্রিয় যাত্রার আসর বসে মঠ প্রাঙ্গনে।
advertisement
যত মত, তত পথ। আজকের অশান্ত সময়ে শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্নয়ের বার্তা যেন আরও প্রসঙ্গিক। সেই বাণীতেই দিনভর মজে রইল কামারপুকুরের অন্দরমহল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 25, 2020 4:48 PM IST