কাটোয়ার একাধিক রেস্তোরাঁ ও দোকানে মিলল পচা মাংস! রয়েছে পচা মাছও
Last Updated:
কাটোয়ার একাধিক রেস্তোরাঁ ও দোকানে মিলল পচা মাংস! রয়েছে পচা মাছও
#কাটোয়া: ভাগাড়ের মাংস নিয়ে এখনও আতঙ্কে মানুষ ! একের পর এক জায়গা থেকে উদ্ধার হচ্ছে পচা মাংস। জেলায় জেলায় হোটেল রেস্তোরাঁ ও মাংসের দোকানে জারি রয়েছে পুর অভিযান।
আজ সকালে কাটোয়ায় বেশ কয়েকটি হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালায় কাটোয়া পুরসভা ও পুলিশ। মেলে রান্না করা পচা মাংস। উদ্ধার হয় পচা মাছও। এরপরই তালা ঝুলিয়ে দেওয়া হয় সেইসমস্ত হোটেলে । অভিযান চালান হয় মাংসের দোকানেও। সেখানেও মেলে প্রচুর পরিমাণে পচা মাংস। হোটেলে মালিকদের তলব করেছে পুরসভা।
এরআগে, শিলিগুড়ির কয়েকটি রেস্তোরাঁয় হানা দেয় পুরসভা। কাঁচামাল ও খাবারের নমুনা সংগ্রহ করা হয়। পুরসভার তরফে জানানো হয়েছে নিয়মিত এই ধরনের অভিযান চলবে।
advertisement
advertisement
মাংসের নমুনা যাঁচাইয়ে অভিযান চালায় উলুবেড়িয়া পুরসভাও। পুরকর্মী ও আধিকারিকরা হানা দেন এলাকার বিভিন্ন রেস্তোরাঁয় । সঙ্গে ছিলেন জেলা স্বাস্থ্য বিভাগের কর্মীরাও।
অভিযানে নেমেছে বৈদ্যবাটী পুরসভাও। জিটি রোডের ধারে শেওড়াফুলির একাধিক রেস্তোরাঁয় চলে অভিযান। একটি রেস্তোরাঁ থেকে পচা বিরিয়ানি, চাউমিন ও বাসি মাংস উদ্ধার হওয়ায় সেটি সিল করে দেওয়া হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 07, 2018 4:42 PM IST