Summer Special Train : উত্তরবঙ্গে যারা ঘুরতে যেতে যান তাদের জন্য সুখবর, বাড়ছে স্পেশ্যাল ট্রেনের সংখ্যা

Last Updated:

Summer Special Train: যাত্রীদের অতিরিক্ত ভিড় কমাতে দুই জোড়া স্পেশাল ট্রেন পরিষেবার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দু'টি ট্রেনের নম্বর ০৬১০৩/০৬১০৪ (নাগেরকইল জং-ডিব্রুগড়-নাগেরকইল জং) এবং ০৬১০৫/০৬১০৬ (নাগেরকইল জং-ডিব্রুগড়-নাগেরকইল জং)। এই ট্রেনগুলি যেমন চালানো হচ্ছিল তেমনই চালানো হবে।

বাড়ছে স্পেশাল ট্রেনের সংখ্যা।
বাড়ছে স্পেশাল ট্রেনের সংখ্যা।
কলকাতা: যাত্রীদের অতিরিক্ত ভিড় কমাতে দুই জোড়া স্পেশাল ট্রেন পরিষেবার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দু’টি ট্রেনের নম্বর ০৬১০৩/০৬১০৪ (নাগেরকইল জং-ডিব্রুগড়-নাগেরকইল জং) এবং ০৬১০৫/০৬১০৬ (নাগেরকইল জং-ডিব্রুগড়-নাগেরকইল জং)। এই ট্রেনগুলি যেমন চালানো হচ্ছিল তেমনই চালানো হবে
এছাড়াও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে ০৭ জুন শুক্রবার একটি ট্রিপের জন্য গুয়াহাটি ও হাওড়ার মধ্যে একটি একমুখী সামার স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী, ট্রেন নং ০৬১০৩ (নাগেরকইল জং-ডিব্রুগড়) স্পেশাল ০৭ জুন থেকে ২১ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক শুক্রবার চলাচল করবে। ফেরত যাত্রার সময়, ট্রেন নং. ০৬১০৪ (ডিব্রুগড়-নাগেরকইল জং) স্পেশাল ১২ জুন থেকে ২৬ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বুধবার চলাচল করবে। ট্রেন নং ০৬১০৫ (নাগেরকইল জং-ডিব্রুগড়) স্পেশাল ১৪ জুন থেকে ২৮ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক শুক্রবার চলাচল করবে। ফেরত যাত্রার সময়, ট্রেন নং. ০৬১০৬ (ডিব্রুগড়-নাগেরকইল জং) স্পেশাল ১৯ জুন থেকে ০৩ জুলাই, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বুধবার চলাচল করবে।
advertisement
advertisement
এই ট্রেনগুলির পরিষেবা বৃদ্ধি করার ফলে সংশ্লিষ্ট রুটগুলির অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা উপকৃত হবেন। এছাড়াও, ট্রেন নং. ০৫৬৮০ (গুয়াহাটি-হাওড়া) একমুখী স্পেশাল গুয়াহাটি থেকে ০৭ জুন, ২০২৪ তারিখ, শুক্রবার ০৫.৫০ ঘণ্টায় রওনা দিয়ে শনিবার ০৩.০০ ঘণ্টায় হাওড়া পৌঁছবে। যাত্রীদের সুবিধার জন্য এই একমুখী স্পেশাল ট্রেনটিতে ২১টি কামরা থাকবে। যাত্রার সময় ট্রেনটি গোয়ালপাড়া টাউন, নিউ বঙাইগাঁও, নিউ জলপাইগুড়ি, মালদা টাউন ও বর্ধমান ইত্যাদি রেলওয়ে স্টেশন হয়ে চলবে। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইট এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাওয়া যাবে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Summer Special Train : উত্তরবঙ্গে যারা ঘুরতে যেতে যান তাদের জন্য সুখবর, বাড়ছে স্পেশ্যাল ট্রেনের সংখ্যা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement