Bangla News: মরণোত্তর দেহদান দৃষ্টিহীন শিক্ষিকার, নজির গড়লেন নদিয়ার সুমিতা কর্মকার 

Last Updated:

সুমিতা কর্মকার নদিয়ার কল্যাণীর (Kalyani) বাসিন্দা। ছোট থেকেই অন্ধত্ব তাঁকে গ্রাস করলেও থেমে থাকেনি জীবন সংগ্রামের লড়াই।

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
রঞ্জিত সরকার, নদিয়া: দৃষ্টিহীনতা তাঁকে কোনওভাবেই দমাতে পারেনি। ছোট থেকে এই পৃথিবীর আলো দেখেননি দু’চোখ ভরে। তিনি সুমিতা কর্মকার (৫৭)। একজন ভিন্ন ভাবে সক্ষম শিক্ষিকা। বর্তমানে নদিয়ার কৃষ্ণনগর ডিআই অফিসে পোস্টিং তাঁর (Organ Donation)।
সুমিতা কর্মকার নদিয়ার কল্যাণীর (Kalyani) বাসিন্দা। ছোট থেকেই অন্ধত্ব তাঁকে গ্রাস করলেও থেমে থাকেনি জীবন সংগ্রামের লড়াই। পরিবারের সাহায্য পেয়ে এগিয়ে যায় পড়াশোনা। বর্তমানে তিনি একজন শিক্ষিকা। তাঁর মনের ভিতর সুপ্ত যন্ত্রণা ছিল। তাঁর দুটি চোখ কারো কাজে লাগবে না সেটা তিনি ভালো করেই জানেন। তাই তাঁর দেহের অন্যান্য অঙ্গ যেন সাধারণ মানুষের ও চিকিৎসা বিজ্ঞানে কাজে লাগে ৷ সেই থেকেই মরণোত্তর দেহদানের ভাবনা মনে আসে সুমিত কর্মকারের।
advertisement
advertisement
শেষপর্যন্ত মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেন তিনি। দেহদানের অঙ্গীকার করে খুশি সুমিতা কর্মকার। ছোট থেকেই জানতেন তাঁর চোখ ভালো হবে না। কেউ চক্ষুদান করলেও সেই চোখ তাঁর কোনও কাজে লাগবে না। কারণ তার চোখের রেটিনা শুকনো। তবে পরিবার কোনওদিনই তাঁকে ফেলে দেয়নি বা তাঁকে সাহায্য করতে অনীহা দেখায়নি। তিনি যখন পড়ানোর দায়িত্ব পান, বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীরা ছাড়াও সাধারণ ছাত্রছাত্রীরা সুমিতা দেবীর ক্লাসে অংশগ্রহণ করে।
advertisement
সুমিতা কর্মকার সুমিতা কর্মকার
কখনও বিকাশ ভবন, কখনও কৃষ্ণনগর. আবার কখনও নির্দিষ্ট কোনও স্কুলে পড়ানোর জন্য ছুটে বেড়ান। থেমে নেই তাঁর জীবনের চাকাও।মঙ্গলবার নদিয়ার কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালে অ্যানাটমি বিভাগে মরণোত্তর দেহদানের অঙ্গীকারবদ্ধ হন এই বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষিকা।
advertisement
সুমিতা কর্মকারের হয়ে সাক্ষী হিসাবে অঙ্গীকার পত্রে স্বাক্ষর করেন কল্যাণী পৌরসভার উপ পৌর প্রশাসক বলরাম মাঝি। তিনি জানান, সমাজের কাছে নজির হয়ে থাকবে তার এই অবদান।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: মরণোত্তর দেহদান দৃষ্টিহীন শিক্ষিকার, নজির গড়লেন নদিয়ার সুমিতা কর্মকার 
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement