West Bengal News: প্রতিবন্ধকতা বাধা নয়, ভলির মাঠ কাঁপাচ্ছে বীরভূমের মেয়ে, জানুন লড়াইয়ের কাহিনি
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Ratnadeep Ray
Last Updated:
West Bengal News: বাধা নয় প্রতিবন্ধকতা, ঠিক তারই প্রমাণ দিচ্ছে বীরভূমের এক সোনার মেয়েটি। প্রসঙ্গত গত মাসে গুজরাটের গান্ধীনগরে স্পেশাল অলিম্পিক্স আয়োজিত জাতীয় স্তরের ভলিবল প্রতিযোগিতায় অংশ নিয়েছিল এই রাজ্যের বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েদের ভলিবল দল।
বীরভূম: বাধা নয় প্রতিবন্ধকতা, ঠিক তারই প্রমাণ দিচ্ছে বীরভূমের এক সোনার মেয়েটি। প্রসঙ্গত গত মাসে গুজরাটের গান্ধীনগরে স্পেশাল অলিম্পিক্স আয়োজিত জাতীয় স্তরের ভলিবল প্রতিযোগিতায় অংশ নিয়েছিল এই রাজ্যের বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েদের ভলিবল দল। আর ঠিক সেই প্রতিযোগিতায় তৃতীয় স্থান দখল করে দলটি। সেই দলের সদস্য ছিল বীরভূমের সাঁইথিয়া ব্লকের নানুবাজারের বাসিন্দা ছাত্রী ঐশাখী মণ্ডল।
advertisement
advertisement
ওই দলে স্থান পাওয়া এবং পদক পাওয়ায় গর্বিত ওই ছাত্রীর পরিবার থেকে শুরু করে তার আত্মীয়-স্বজন তার দাদু-দিদা এবং প্রশিক্ষকেরা। প্রসঙ্গত জানা যায়, গত মাসের ১৬ থেকে ১৮ তারিখ পর্যন্ত জাতীয় স্তরের ভলিবল প্রতিযোগিতা আয়োজিত হয়। গুজরাটকে হারিয়েই তৃতীয় স্থান পেয়েছে বাংলার দল। ওই দলেই সুযোগ পেয়েছিল বীরভূমের আমোদপুর জয়দুর্গা বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঐশাখী। সে বার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, কিন্তু অনুত্তীর্ণ।
advertisement
তবে বৌদ্ধিক বিকাশে পিছিয়ে থাকা ওই ছাত্রীর কাছে মাধ্যমিক পরীক্ষা দেওয়া এবং জাতীয় স্তরের এমন খেলায় যোগ দেওয়া অনেক বড় সাফল্য বলেই মনে করছেন তার পরিবারের সদস্যরা। পরিবার সূত্রে জানা যায় গত মাসের তৃতীয় সপ্তাহে জেলায় ফিরে খুশি ওই ছাত্রীও। সে জানিয়েছে, এই সুযোগ পেয়ে তারও প্রচণ্ড ভাল লাগছে।
advertisement
জানা গিয়েছে, সপ্তম শ্রেণিতে পড়তে পড়তে খেলাধুলোর প্রতি ঐশাখীর ঝোঁক দেখে সিউড়িতে প্রশিক্ষণের জন্য ভর্তি করেন তার দাদু-দিদা। নিয়মিত নাতনিকে সিউড়িতে ভলিবল প্র্যাকটিসে নিয়ে যেতেন দিদা স্বর্ণালী মণ্ডল। প্রশিক্ষক ছিলেন সিউড়ির বাণীমন্দির স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অক্ষয়কুমার দাস। দীর্ঘ কয়েক দশক ধরে বিভিন্ন খেলার প্রশিক্ষক হিসেবে কাজ করছেন অক্ষয়। তিনি স্পেশাল অলিম্পিক ভারতের মাস্টার ট্রেনারের ভূমিকাতেও রয়েছেন। বিশেষ চাহিদা সম্পন্ন এই মেয়ের সাফল্য দেখে খুশি সকলে।
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jul 09, 2025 11:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: প্রতিবন্ধকতা বাধা নয়, ভলির মাঠ কাঁপাচ্ছে বীরভূমের মেয়ে, জানুন লড়াইয়ের কাহিনি






