চন্দননগরে ঠাকুর দেখতে যাওয়ার কথা ভাবছেন? সব ট্রেনের টাইম টেবিলে বিরাট বদল...গুচ্ছ গুচ্ছ 'এক্সট্রা' ট্রেন
- Published by:Rachana Majumder
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
আজিমগঞ্জ - হাওড়া প্যাসেঞ্জার স্পেশাল ব্যান্ডেল এবং হাওড়ার মধ্যে সমস্ত স্টেশনে থামবে এবং কাটোয়া থামবে হুগলি, চুঁচুড়া, চন্দননগর, মানকুন্ডু, ভদ্রেশ্বর, বৈদ্যবাটি, শ্রীরামপুর, রিষড়া, কোন্নগর, হিন্দমোটর, উত্তরপাড়া, বালি, বেলুড় এবং লিলুয়া স্টেশনে।
চন্দননগর: পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশন চন্দননগর এবং সংলগ্ন এলাকায় জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বিভিন্ন স্টেশনে বিশেষ ট্রেন চালাচ্ছে। হাওড়া ও ব্যান্ডেলের মধ্যে পাঁচ জোড়া বিশেষ ট্রেন এবং হাওড়া ও বর্ধমানের মধ্যে এক জোড়া বিশেষ ট্রেন ২৮ থেকে ২ তারিখ পর্যন্ত সমস্ত স্টেশনে থামবে।
ব্যান্ডেলের জন্য স্পেশাল ট্রেনগুলি হাওড়া থেকে ১৭:২০, ১৯:৫৫, ২০:৩৫, ২৩:৩০ এবং ০০:৩০ মিনিটে ছেড়ে যাবে এবং ব্যান্ডেল-হাওড়া স্পেশাল ট্রেনগুলি ২৮ থেকে ২তারিখ পর্যন্ত ব্যান্ডেল থেকে ১৮:৩৫, ২১:২০, ২১:৫৫, ০১:০০ এবং ০২:০০ মিনিটে ছাড়বে। হাওড়া-বর্ধমান স্পেশাল ট্রেন হাওড়া থেকে ০১:১৫ মিনিটে ছেড়ে যাবে। ২৮ থেকে ২ পর্যন্ত বর্ধমান – হাওড়া স্পেশাল বর্ধমান থেকে ২২:৩০ মিনিটে ছেড়ে যাবে। একটি অতিরিক্ত হাওড়া- ব্যান্ডেল হাওড়া থেকে ০২.১১.২০২৫ (বিসর্জনের দিন) ০২:৩৫ মিনিটে ছেড়ে যাবে এবং ব্যান্ডেল থেকে ০৪:০০ মিনিটে ছেড়ে যাবে।
advertisement
advertisement
এছাড়াও, ৩৬০৮৭ হাওড়া – মাসগ্রাম লোকাল (হাওড়া প্রস্থান ১৯:২৭ ঘন্টা) ২৮.১০.২০২৫ থেকে ০১.১১.২০২৫ পর্যন্ত বর্ধমান পর্যন্ত বাড়ানো হবে এবং আরেকটি বর্ধমান – হাওড়া স্পেশাল বর্ধমান থেকে রাত ১২:১০ মিনিটে ছেড়ে যাবে। ৩৬০৮৮ মাসগ্রাম – হাওড়া লোকাল পরিষেবা ২৮.১০.২০২৫ থেকে ০১.১১.২০২৫ পর্যন্ত বাতিল থাকবে।
advertisement
৬৩৫০১ হাওড়া – বর্ধমান লোকাল হাওড়া থেকে ০১:৪৫ মিনিটে ছেড়ে যাবে। ২৯ থেকে ২ তারিখ পর্যন্ত হাওড়া এবং ব্যান্ডেলের মধ্যে সমস্ত স্টেশনে থামবে। আজিমগঞ্জ – হাওড়া প্যাসেঞ্জার স্পেশাল ব্যান্ডেল এবং হাওড়ার মধ্যে সমস্ত স্টেশনে থামবে এবং কাটোয়া থামবে হুগলি, চুঁচুড়া, চন্দননগর, মানকুন্ডু, ভদ্রেশ্বর, বৈদ্যবাটি, শ্রীরামপুর, রিষড়া, কোন্নগর, হিন্দমোটর, উত্তরপাড়া, বালি, বেলুড় এবং লিলুয়া স্টেশনে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 27, 2025 9:53 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চন্দননগরে ঠাকুর দেখতে যাওয়ার কথা ভাবছেন? সব ট্রেনের টাইম টেবিলে বিরাট বদল...গুচ্ছ গুচ্ছ 'এক্সট্রা' ট্রেন

