Bhai Phonta Sweets 2024: ভাইফোঁটায় এই মিষ্টি কিনতেই লম্বা লাইন! বাড়িতেই বানিয়ে ফেলুন, চমকে দিন ভাইকে
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Bhai Phonta Sweets 2024: ভাইয়ের মঙ্গল কামনায় ফোঁটা দেবেন বোনেরা। পাতে সাজিয়ে দেবেন মিষ্টি। তাই ভাইফোঁটার আগের দিন সকাল থেকে মিষ্টির দোকানে লম্বা লাইন।
মুর্শিদাবাদ: ভাইয়ের মঙ্গল কামনায় ফোঁটা দেবেন বোনেরা। পাতে সাজিয়ে দেবেন মিষ্টি। তাই ভাইফোঁটার আগের দিন সকাল থেকে মিষ্টির দোকানে লম্বা লাইন। রবিবার ভাইফোঁটা। তৈরি করা হচ্ছে ‘মন্থল’ মিষ্টি। এই মিষ্টি স্বাদে ও গন্ধে অতুলনীয়। আর এই মিষ্টির চাহিদা এবছর বেশ তুঙ্গে ।
তবে চাইলে নিজেরা বাড়িতেও তৈরি করতে পারেন এই মিষ্টি। ভাইফোঁটার আগে মুলত এই মিষ্টি তৈরি করা হয়ে থাকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মিষ্টির দোকানে । ভাইফোঁটার স্পেশাল মিষ্টি হিসেবেই পরিচিত। কারিগররা জানান, এটা মুলত বেসন, চিনি দিয়ে তৈরির উপকরণ।
advertisement
advertisement
প্রথমে গাওয়া ঘিতে ভাজা হয় মিষ্টিকে। পরে রসের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়। পরে এলাচ দেওয়া হয়। জমে গেলেই এটাকে কাটা হয় পিস পিস করে। নিজেরাও বাড়িতে চাইলে একই পদ্ধতি অবলম্বন করে ভাইয়ের জন্য এই মিষ্টি তৈরি করতে পারেন। মিষ্টান্ন বিক্রেতা রিন্টু দত্ত ও মন্টু জানান, মন্থলের চাহিদা তুঙ্গে থাকে। বেসনকে গাওয়া ঘি দিয়ে ভাজার পর চিনির রসে ডুবিয়ে এলাচ ও জায়ফল দেওয়া হয়।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 02, 2024 5:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bhai Phonta Sweets 2024: ভাইফোঁটায় এই মিষ্টি কিনতেই লম্বা লাইন! বাড়িতেই বানিয়ে ফেলুন, চমকে দিন ভাইকে