East Medinipur News: বন্যপ্রাণ রক্ষা করতে বিশেষ উদ্যোগ নিল বন দফতর!
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
এই শিকার উৎসবে বন্যপ্রাণ বাঁচাতে তৎপর পূর্ব মেদিনীপুর জেলা বন বিভাগ। ড্রোন উড়িয়ে বন্যপ্রাণ বাঁচাতে তৎপর হয়েছে বন বিভাগ।
সৈকত শী, তমলুক: বন্যপ্রাণ রক্ষা করতে প্রযুক্তির সহায়তা নিল জেলা বনদফতর। পূর্ব মেদিনীপুর জেলায় বনভূমির পরিমাণ অনেকটাই কম। পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় ৮৩৯ বর্গ কিলোমিটার বনভূমি রয়েছে। অবিভক্ত মেদিনীপুর জেলায় ফল হারিনী কালিপুজোর সময় শিকার উৎসবের চল আছে। ২৬ মে সোমবার রাতে ফল হারিনী কালীপুজো। এই কালীপুজোর আগে থেকে এবং কালীপুজোর পরের দিনও চলে শিকার পর্ব। এই শিকার উৎসবে বন্যপ্রাণ বাঁচাতে তৎপর পূর্ব মেদিনীপুর জেলা বন বিভাগ। ড্রোন উড়িয়ে বন্যপ্রাণ বাঁচাতে তৎপর হয়েছে বন বিভাগ।
পূর্ব মেদিনীপুর জেলায় স্বাভাবিক বনাঞ্চল না থাকলেও প্রচুর পরিমাণে বন্যপ্রাণ রয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী মেছো বিড়াল, গোসাপ, কচ্ছপ সহ বিভিন্ন প্রজাতির সাপ লক্ষ্য করা যায় পূর্ব মেদিনীপুর জেলার ঝোপঝাড় যুক্ত জলাশয় গুলিতে। এছাড়াও বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। শিকার উৎসবে মূলত এইসব পশুপাখি শিকার করে একশ্রেণীর আদিবাসী সম্প্রদায়ের মানুষ। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া থেকে মূলত ট্রেনে করে পূর্ব মেদিনীপুর জেলায় শিকারিরা প্রবেশ করে শিকার উৎসবের দিনগুলিতে শিকার করার জন্য।
advertisement
শিকার উৎসবে বন্যপ্রাণী শিকার রুখে দিতে গোটা পাঁশকুড়া সহ পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম স্টেশন মেচেদা, কোলাঘাট, ক্ষীরাই, হাউর এলাকাগুলিতে পূর্ব মেদিনীপুর বন দফতরের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী সংস্থাদের সঙ্গে নিয়ে এলাকার মানুষদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির অভিযান শুরু হয়েছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে টেকনোলজির সহযোগিতা নিয়ে প্রতিটা এলাকার কোনায় কোনায় নজরদারি চালাচ্ছে বনদপ্তর। পাঁশকুড়া সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলে নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে একাধিক ড্রোন। চলছে নাকা চেকিং, মাইক প্রচার, লিফলেট বিলি, সেই সঙ্গে চলছে জনসংযোগের মাধ্যমে সাধারণ মানুষকে বোঝানো।
advertisement
advertisement
এর পাশাপাশি একই রকম ভাবে রেলওয়ে স্টেশনগুলোতে বন দফতরের পক্ষ থেকে চলছে স্টেশন মাইকিং। পূর্ব মেদিনীপুর জেলার ডি এফ ও অর্ণব সেনগুপ্ত ড্রোন উড়িয়ে নজরদারির কাজ শুরু করেন। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের গাইডলাইন অনুযায়ী শিকার বন্ধ করার জন্য বলা হয়েছে। সেই জন্য জেলা পুলিশ-প্রশাসন, রেলওয়েকে নিয়ে অভিযান চালাচ্ছি।’ প্রসঙ্গত শেষ দু’বছর এই তিথিতে পূর্ব মেদিনীপুর জেলায় বন্যপ্রাণ শিকার রুখতে সফল হয়েছিল বন বিভাগ। চলতি বছরেও যাতে শিকার ঠেকানো যায় আগে থেকেই তার প্রস্তুতি নিচ্ছে বন দফতর। মূলত এই সময় আদিবাসী সম্প্রদায়ের মানুষের উৎসবের আড়ালে বেশ কিছু অসাধু ব্যবসায়ী বেআইনিভাবে বহু প্রাণীর চামড়ার চোরাচালান করে। তাই শিকারীদের আটকাতে জেলার প্রবেশপথগুলিতে নজরদারি চালাচ্ছে বন দফতর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 28, 2025 12:52 AM IST